• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • বেকারত্ব নিয়ে গভীর উদ্বেগ অর্থনৈতিক সমীক্ষায়, চিনের মডেলেই সমাধান খুঁজছে কেন্দ্র

বেকারত্ব নিয়ে গভীর উদ্বেগ অর্থনৈতিক সমীক্ষায়, চিনের মডেলেই সমাধান খুঁজছে কেন্দ্র

News18 Creative

News18 Creative

কী ভাবে কর্মসংস্থান বাড়ানো যাবে? সমস্যার সমাধানে সমীক্ষায় বিশেষ ভাবে জোর দেওয়া হয়েছে সেভিংস, লগ্নি, রফতানি ও লগ্নির সঙ্গে বৃদ্ধির উপরেই৷ তা হলে দেশে আরও কর্মসংস্থান তৈরি হবে৷

 • Share this:

  #নয়াদিল্লি: এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব৷ দ্বিতীয় মোদি সরকারের কাছেও যা বড় চ্যালেঞ্জ৷ বাজেট পেশের আগের দিন সংসদে যে অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হয়েছে, সেই সমীক্ষায় দেশের বেকারত্ব বৃদ্ধির হার নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ সমীক্ষা রিপোর্টের প্রথম পাতাতেই সেই 'উদ্বেগ' উল্লেখ করা হয়েছে৷

  কী ভাবে কর্মসংস্থান বাড়ানো যাবে? সমস্যার সমাধানে সমীক্ষায় বিশেষ ভাবে জোর দেওয়া হয়েছে সেভিংস, লগ্নি, রফতানি ও লগ্নির সঙ্গে বৃদ্ধির উপরেই৷ তা হলে দেশে আরও কর্মসংস্থান তৈরি হবে৷ এ ক্ষেত্রে চিনা অর্থনীতিকেই মডেল করতে চাইছে কেন্দ্র৷ সমীক্ষা রিপোর্টে বলা হচ্ছে, 'চিন ও পূর্ব এশিয়া-সহ বিশ্বের বিভিন্ন দেশ প্রমাণিত হয়েছে, সেভিংস, লগ্নি, রফতানি বাড়ালে কর্মসংস্থান ত্বরান্বিত হয়৷'

  মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কে ভি সুব্রহ্মণ্যমের তৈরি করা প্রথম অর্থনৈতিক সমীক্ষায় চিনা মডেলকেই অনুসরণ করার প্রস্তাব দিচ্ছেন৷ সমীক্ষা রিপোর্ট বলছে, বিপুল বিনিয়োগ শ্রম তৈরি করে ও মূলধনী পরিপূরকের কাজ করে৷ অর্থাত্‍‌ ইনভেস্টমেন্ট রেট বাড়লেই কর্মসংস্থান তৈরি হবে৷

  সার্ভে বলছে, নতুন ও বড় সংস্থা (যে সংস্থায় ১০০ বা তার বেশি কর্মী কাজ করেন এবং ১০ বছরের কম পুরনো), এরকম মাত্র ৬.২ শতাংশ রয়েছে দেশে, কিন্তু কর্মসংস্থানে এই সংস্থাগুলির অবদান এক তৃতীয়াংশ৷ একই সঙ্গে, বড় এবং পুরনো সংস্থা (যাদের ১০০-র বেশি কর্মী ও ১০ বছরের পুরনো) দেশে ৯.৫ শতাংশ রয়েছে৷ কিন্তু কর্মসংস্থানে তাদের অবদান অর্ধেক৷

  আরও ভিডিও: ‘রেকর্ড’ বেকারত্ব নিয়ে বিরোধীদের নিশানায় মোদি সরকার, মানতে নারাজ বিজেপি

  First published: