হোম /খবর /দেশ /
শেষকৃত্য করার টাকা নেই, কম্বলে মুড়িয়ে বৃদ্ধ মায়ের দেহ ফুটপাতে ফেলে গেল ছেলে!

শেষকৃত্য করার টাকা নেই, কম্বলে মুড়িয়ে বৃদ্ধ মায়ের দেহ ফুটপাতে ফেলে গেল ছেলে!

প্রতীকী ছবি ।

প্রতীকী ছবি ।

গত চারদিন ধরে ওই বৃদ্ধার জ্বর ছিল । চিকিৎসা করানোর টাকা ছিল না । অবশেষে তাঁর মৃত্যু হয় ।

  • Last Updated :
  • Share this:

#হায়দরাবাদ: শেষকৃত্য করার টাকাটুকুও নেই । মায়ের মৃতদেহ তাই রাস্তার ধারে ফুটপাতেই ফেলে চলে গেল নিরুপায় ছেলে ।গতকাল, অর্থাৎ রবিবার ৭০ বছরের বৃদ্ধা এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে হায়দরাবাদের বানজারা হিল এলাকা থেকে । মৃতদেহটি একটি কম্বলে মোড়ানো ছিল । রাস্তার ধারে ফুটপাতে একটি অজ্ঞাত পরিচয় বৃদ্ধার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন পুলিশে । স্থানীয় থানার পুলিশ এসে মৃতদেহটি সৎকারের ব্যবস্থা করে । তবে তার আগে করোনা পরীক্ষা করা হবে ওই দেহটির ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধা রাস্তায় ভিক্ষা করেন । ছেলে একটি অ্যাপার্টমেন্টের ওয়াচম্যান । ওই আবাসনের নীচেই থাকতেন মা-ছেলে । গত চারদিন ধরে ওই বৃদ্ধার জ্বর ছিল । চিকিৎসা করানোর টাকা ছিল না । ঘরেই ছিলেন বৃদ্ধা । অবশেষে তাঁর মৃত্যু হয় । ছেলে সৎকারের টাকাও জোগাড় করতে না পেরে তাঁকে রাস্তায় ফেলে রেখে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

Published by:Simli Raha
First published:

Tags: Hyderabad