#নয়াদিল্লি: ফের শিরোনামে আধার কার্ড ৷ আধার সংক্রান্ত সমস্ত তথ্য সুরক্ষিত রয়েছে, দাবি করেছিল আধার কর্তপক্ষ ৷ কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে গুগল সার্চে অনায়াসেই মিলছে যে কোনও ব্যক্তির আধার কার্ডের পিডিএফ ফাইল ৷
"mera aadhar meri pehchan filetype.pdf" লিখে গুগলে সার্চ দিলেই বিভিন্ন সাইট খুলে যাবে যেখানে আধার ব্যবহারকারীরা নিজেদের সম্পর্কে তথ্য আপলোড করেছেন ৷ বেরিয়ে আসছে একের পর এক আধার তথ্য।
এই খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়েছে আধার ব্যবহারকারীদের মধ্যে ৷ তবে UIDAI তা অস্বীকার করেছে ৷ ট্যুইটে তাদের তরফে জানানো হয়েছে, ‘আধার দেশের নাগরিকদের একটি পরিচয়পত্র ৷ তাই যেখানে তথ্য প্রয়োজন সেখানে আপনাকে আধার নম্বর দিতে হবে ৷ মোবাইল ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো আধার নম্বর আপনার একান্ত ব্যক্তিগত ৷ সাধারণ মানুষের এই তথ্য সুরিক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ কর্তৃপক্ষ। ’
একাধিকবার আধার তথ্য ফাঁসের কথা সামনে এসেছে ৷ সম্প্রতি এক ফরাসি সাইবার সিকিউরিটি এক্সপার্ট এলিওট এলডারসন জানিয়েছিলেন, মাত্র তিন ঘণ্টায় ২০,০০০ আধারের তথ্য তিনি সংগ্রহ করে ফেলেছিলেন ইন্টারনেটে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aadhaar Pdf, Google Search, UIDAI