• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • দেশের মোট ২৪টি বিশ্ববিদ্যালয় ভুয়ো, রয়েছে কলকাতার ২, ঘোষণা UGC-র

দেশের মোট ২৪টি বিশ্ববিদ্যালয় ভুয়ো, রয়েছে কলকাতার ২, ঘোষণা UGC-র

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

 • Share this:

  #কলকাতা: এবার সারা দেশে ভুয়ো বিশ্ববিদ্যালয় চিহ্নিত করার তোড়জোড়। দেশের মোট ২৪টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা করল UGC। তার মধ্যে কলকাতার দু'টি।

  কলকাতা শহরেই রমরমিয়ে ভুয়ো বিশ্ববিদ্যালয় খুলে ব্যবসা চালাচ্ছিল দুই সংস্থা। বহু অভিযোগ জমা পড়েছে ওই দুই সংস্থার বিরুদ্ধে। অবশেষে ওই দুই বিশ্ববিদ্যালয়কেই ভুয়ো বলে চিহ্নিত করল UGC। অভিযোগ, ওই দুটি প্রতিষ্ঠানই UGC স্বীকৃত বিশ্ববিদ্যালয় বলে দাবি করে ব্যবসা চালাচ্ছিল।

  গত সাত মাস ধরে তালা বন্ধ চৌরঙ্গি রোডের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন নামে এই সংস্থার।

  আরেক ভুয়ো বিশ্ববিদ্যালয় ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ। আকুপাংচার, নেচারোথেরাপি, যোগাথেরাপি সহ বিভিন্ন কোর্সে স্নাতক ও স্নাতকোত্তর পড়ানো হত। পড়ুয়াদের কাছ থেকে নেওয়া হত লক্ষাধিক টাকা। বেশ কয়েকমাস ধরেই এই প্রতিষ্ঠানেও তালা বন্ধ। আশপাশের লোকরাও সঠিক খবর জানেন না। কী হত, কীভাবে চলত ওই প্রতিষ্ঠান-তার খবর নেই তঁাদের কাছেও।

  শুধু এই শহরেই নয়, সারা দেশের মোট ২৪টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা করেছে UGC। ইতিমধ্যে শহরের দুই প্রতিষ্ঠানকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্য সরকারকে পরামর্শ দিয়েছে UGC।
  First published: