#মুম্বই: মহারাষ্ট্রের সাধারণ মানুষের জন্য ভাষণ দেওয়ার পর রাজ্য়পালের কাছে ইস্তফাপত্র জমা দিলেন মহারাষ্ট্রের বিদায়ী মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরে। ইস্তফাপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর পুত্র আদিত্য ঠাকরেও। তিনি রাজভবনে গিয়ে রাতেই ইস্তফাপত্র জমা দেন তিনি। সংবাদ সংস্থা সূত্রে খবর, রাজভবনে ইস্তফাপত্র জমা দেওযার পর গাড়িতেই রাজভবন ছাড়েন উদ্ধব ঠাকরে। সেখানে সমর্থকদের উদ্দেশ্য়ে হাত নাড়েন তিনি। সেই ভিডিও প্রকাশ্য়ে এসেছে।
খবর পাওয়া গিয়েছে, তিনি রাজভবন ছেড়ে সরাসরি মাতশ্রীতে যাবেন। তবে তিনি বাড়িতে ফেরার পথে স্থানীয় মন্দিরে পুজোও দিয়েছেন তিনি। ছেলে আদিত্যকে নিয়েই পুজো দিয়েছেন উদ্ধব। সেখানে দীর্ঘ ক্ষণ ছিলেন তিনি। বাইরে তখন জমে উঠেছে সাধারণ সমর্থকদের ভিড়। তার মধ্য়েই পুজো সারেন উদ্ধব। মানে প্রশাসনিক কাজ তিনি সেরে রাখলেন রাতেই।
আরও পড়ুন - পদত্যাগ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, সরাসরি জানিয়ে দিলেন শিবসেনা প্রধান
মহারাষ্ট্রে সংকটের অবসান হয় বুধবার রাতে। পদত্যাগ করেন মহা-বিকাশ আগাড়ির মুখ্যমন্ত্রী। বুধবার রাতে সাংবাদিক বৈঠকে সে কথা জানিয়ে দেন উদ্ধব ঠাকরে। বুধবার সুপ্রিম কোর্টে একটি মামলা হয়। সেই মামলার নিরিখে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এনসিপির অনিল দেশমুখ ও নবাব মালিক বৃহস্পতিবারের আস্থা ভোটে ভোট দিতে পারবেন। পাশাপাশি, শিবসেনার আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সরাসরি জানিয়ে দেয়, বৃহস্পতিবারই হবে আস্থা ভোট। তার পরেই রাত সাড়ে নটা নাগাদ উদ্ধব ঠাকরে জানিয়ে দেন, তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছেন।
আরও পড়ুন - উদ্ধবের পদত্যাগের পর কড়া নিরাপত্তা মহারাষ্ট্র জুড়ে , বদল করা হল মুম্বই পুলিশের কমিশনারকে
উদ্ধব ঠাকরে বলেন, যে বিদ্রোহীরা গুয়াহাটিতে রয়েছেন, তাঁদের উদ্দেশ্য়ে বলছি, আপনারা অসমে কেন চলে গেলেন, কেন আপনার মাতশ্রীতে এলেন না। কেন আপনাদের কথা আমাদের বললেন না। আমার সঙ্গে কথা বলতেন, সকলের সঙ্গে কথা বলতেন, তাতেই সব কিছু স্বাভাবিক হত। কেন আপনারা এলেন না। আপনারা কালকে আসুন। আপনারা দায়িত্ব নিন। কালকে এসে আপনারা আস্থা ভোটের সামনে দাঁড়ান। তা হলেই হবে।
#WATCH Mumbai | Uddhav Thackeray waves his hand as leaves from Raj Bhavan after submitting his resignation as Maharashtra CM to Governor Bhagat Singh Koshyari. pic.twitter.com/IWWj6UsGJ1
— ANI (@ANI) June 29, 2022
কে কী সংখ্যা পাচ্ছে, তা নিয়ে আমার চিন্তা নেই। আমার পাশে যদি একজনও আমার সমর্থক হয়ে থাকেন, তা হলেই হবে। হতে পারে বৃহস্পতিবার আপনারা আস্থা ভোটে জয় পেলেন, কিন্তু তাতে কী হবে। বিদ্রোহী বিধায়কদের তিনি বলেন, যাঁদের শিবসেনা রাজকীয় জন্ম দিয়েছে, যাঁদের শিব সৈনিকরা বড় করেছে। তাঁদের ছেলেকেই এখন মাটিতে ফেলার চেষ্টা করছে। এই পাপ আমার, আমাকেই সহ্য করতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Uddhav Thackeray