নয়াদিল্লি: পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই এ দেশ থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে যেতে চান বা ওই দেশ থেকে এখানে আসতে চান, এমন অনেক মানুষই রয়েছেন ৷ কিন্তু তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করা ছাড়া এখন আর কোনও উপায় নেই ৷ কারণ করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত ভারতে বিমান চলাচল ব্যবস্থা বেশ কয়েক সপ্তাহ ধরেই বন্ধ রেখেছে আমিরশাহী ৷ উড়ান বন্ধের সেই সময়সীমা এবার আরও বাড়িয়ে ৬ জুলাই পর্যন্ত করা হল ৷ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার এই খবর জানানো হয় ৷ NRI-দের জন্য যা মোটেই ভালো খবর নয় ৷
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পক্ষ থেকে জানানো হয়, এই সময়ের মধ্যে যারা টিকিট কেটে ফেলেছেন, তাঁরা নিজেদের টিকিট রিশেডিউল করে নিন ৷ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাশাপাশি আমিরশাহীর বিমানসংস্থা এমিরেটস, এতিহাদ এবং ফ্লাইদুবাইও ভারতে তাদের উড়ান বন্ধের দিন আরও এগিয়েছে ৷
করোনা পরিস্থিতিতে গত ২৪ এপ্রিল থেকেই ভারত থেকে সেদেশে বিমান চলাচল বাতিল করে সংযুক্ত আরব আমিরশাহী সরকার ৷ এমনকী আমিরশাহিতে কেউ অন্য কোনও দেশ থেকে ঢুকলে তিনি যদি ১৪ দিন আগে ভারতে থেকে থাকেন, সেই যাত্রীকেও সেদেশে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমিরশাহী সরকার ৷ তবে এ ক্ষেত্রে আমিরশাহীর নাগরিক, ডিপ্লোম্যাট এবং ইউএই গোল্ডেন ভিসা যাঁদের কাছে রয়েছে, তাঁদের ছাড় দেওয়া হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।