হোম /খবর /দেশ /
৬ জুলাই পর্যন্ত ভারত থেকে সে দেশে বিমান চলাচলে নিষেধাজ্ঞা আমিরশাহীর

UAE extends flights suspension: বাড়ল সময়সীমা, ৬ জুলাই পর্যন্ত ভারত থেকে সে দেশে বিমান চলাচলে নিষেধাজ্ঞা আমিরশাহীর

File Photo

File Photo

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পক্ষ থেকে জানানো হয়, এই সময়ের মধ্যে যারা টিকিট কেটে ফেলেছেন, তাঁরা নিজেদের টিকিট রিশেডিউল করে নিন ৷

  • Last Updated :
  • Share this:

নয়াদিল্লি: পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই এ দেশ থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে যেতে চান বা ওই দেশ থেকে এখানে আসতে চান, এমন অনেক মানুষই রয়েছেন ৷ কিন্তু তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করা ছাড়া এখন আর কোনও উপায় নেই ৷ কারণ করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত ভারতে বিমান চলাচল ব্যবস্থা বেশ কয়েক সপ্তাহ ধরেই বন্ধ রেখেছে আমিরশাহী ৷ উড়ান বন্ধের সেই সময়সীমা এবার আরও বাড়িয়ে ৬ জুলাই পর্যন্ত করা হল ৷ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার এই খবর জানানো হয় ৷ NRI-দের জন্য যা মোটেই ভালো খবর নয় ৷

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পক্ষ থেকে জানানো হয়, এই সময়ের মধ্যে যারা টিকিট কেটে ফেলেছেন, তাঁরা নিজেদের টিকিট রিশেডিউল করে নিন ৷ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাশাপাশি আমিরশাহীর বিমানসংস্থা এমিরেটস, এতিহাদ এবং ফ্লাইদুবাইও ভারতে তাদের উড়ান বন্ধের দিন আরও এগিয়েছে ৷

করোনা পরিস্থিতিতে গত ২৪ এপ্রিল থেকেই ভারত থেকে সেদেশে বিমান চলাচল বাতিল করে সংযুক্ত আরব আমিরশাহী সরকার ৷ এমনকী আমিরশাহিতে কেউ অন্য কোনও দেশ থেকে ঢুকলে তিনি যদি ১৪ দিন আগে ভারতে থেকে থাকেন, সেই যাত্রীকেও সেদেশে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমিরশাহী সরকার ৷ তবে এ ক্ষেত্রে আমিরশাহীর নাগরিক, ডিপ্লোম্যাট এবং ইউএই গোল্ডেন ভিসা যাঁদের কাছে রয়েছে, তাঁদের ছাড় দেওয়া হয়েছে ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: India, UAE