• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • খালি হাতে ব্যাঙ্ক ডাকাতি রুখলেন ২ মহিলা ব্যাঙ্ক কর্মী

খালি হাতে ব্যাঙ্ক ডাকাতি রুখলেন ২ মহিলা ব্যাঙ্ক কর্মী

মহিলা পরিচালিত ব‍্যাঙ্কে ডাকাতি রুখে দিল মহিলারাই।

মহিলা পরিচালিত ব‍্যাঙ্কে ডাকাতি রুখে দিল মহিলারাই।

মহিলা পরিচালিত ব‍্যাঙ্কে ডাকাতি রুখে দিল মহিলারাই।

 • Share this:

  #গুরগাঁও: মহিলা পরিচালিত ব‍্যাঙ্কে ডাকাতি রুখে দিল মহিলারাই। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গুরগাঁওতে। মহিলাদের সাহসিকতার জন্যই রক্ষা পেল ব্যাঙ্ক ৷

  ফিল্মি কায়দায় ব‍্যাঙ্কের শাটার বন্ধ করে, ডাকাতি করতে ঢোকে জনা তিনেক দুষ্কৃতী। পুরো ঘটনাটি ধরা পড়ে সিসিটিভিতে। সংবাদ সংস্থা ANI প্রকাশিত ফুটেজে দেখা যাচ্ছে, কয়েকজন দুষ্কৃতী চড়াও হয় ব‍্যাঙ্কে। তারপর ডাকাতদের সঙ্গে প্রবল ধস্তাধ্বস্তি হয় তাদের ৷ হাতে নাতে ডাকাতদের ধরে ফেলেন কয়েকজন মহিলা। রীতিমতো বন্দুক নিয়ে রুখে দেয় ডাকাতি। ব্যাঙ্কের শাটার ফেলে পুলিশ আসা অবধি ডাকাতদের আটকে রাখেন তারা ৷

  First published: