হোম /খবর /দেশ /
সোনিয়া নারাং ও মনিকা শর্মা, অনুব্রতর জেয়ার ইডির অস্ত্র দুই দুঁদে মহিলা অফিসার

Anubrata Mondal in Delhi: সনিয়া নারাং ও মনিকা শর্মা, অনুব্রতর জেয়ার ইডির অস্ত্র দুই দুঁদে মহিলা অফিসার

অনুব্রতকে জেরায় দুই মহিলা অফিসার

অনুব্রতকে জেরায় দুই মহিলা অফিসার

Anubrata Mondal in Delhi: মনিকা শর্মা কে? ইডি সূত্রে খবর, মনিকা শর্মা দিল্লি ইডির বর্তমানে স্পেশাল ডিরেক্টর।

  • Share this:

কলকাতা: গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে এ বার ইডির মহিলা আইআরএস অফিসার এবং ইডির আইপিএস অফিসারের জেরা। দিল্লি ইডির স্পেশাল ডিরেক্টর মনিকা শর্মা নেতৃত্বে ছয় জন ইডি আধিকারিকরা ম্যারাথন জেরা করছেন। দিল্লি ইডির তদন্তকারী অফিসারদের মধ্যে স্পেশাল ডিরেক্টর ‘মনিকা শর্মা’ (IRS) এবং স্পেশাল ডিরেক্টর ‘সনিয়া নারাং’ (IPS) এই দুই মহিলা অফিসার বিশেষ ভূমিকা রয়েছে।

মনিকা শর্মা কে? ইডি সূত্রে খবর, মনিকা শর্মা দিল্লি ইডির বর্তমানে স্পেশাল ডিরেক্টর। এর আগে ইডির অ্যাডিশনাল ডিরেক্টর ছিলেন। ২০০৩ সালের আইআরএস মনিকা শর্মা । গরু পাচার মামলার শুরু থেকে এঁর নজরদারিতে তদন্ত চলছে। ফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মনিকা শর্মার। অনুব্রতকে জেরা করছেন। তাঁর নেতৃত্বে চলছে জেরা।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডের জল গড়াল টলিউডেও! অভিনেতা বনি সেনগুপ্তকে তলব ED-র

আরও পড়ুন: কুন্তল ঘোষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন বনি সেনগুপ্ত, কিন্তু কেন, জানালেন বাবা

সনিয়া নারাং কে? ইডি সূত্রে খবর, দিল্লি ইডির স্পেশাল ডিরেক্টর সোনিয়া নারাং। মহিলা আইপিএস অফিসার সনিয়া নারাং (Sonia Narang)। 2002 সালের কর্নাটক ক্যাডার আইপিএস অফিসার। ইডির আগে NIA-তে SP এবং DIG NIA কর্মরত ছিলেন। গরু পাচার মামলায় অনুব্রতকে জেরায় বিশেষ ভূমিকাতে সনিয়া নারাংয়ের।

ARPITA HAZRA

Published by:Uddalak B
First published:

Tags: Anubrata Mondal