#বারাণসী : কাশী বিশ্বনাথ ধামে (Kashi Vishwanath Corridor)-র হঠাৎই বাড়ি ভেঙে পড়ল হুড়মুড় (Building Collapse) করে৷ একেবারে ভগ্নপ্রায়দশায় থাকা সেই বাড়ি দোতলা৷ এইভাবে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় ২ শ্রমিকের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে৷ অন্যদিকে বিশ্বনাথ করিডরের উন্নয়নের কাজে থাকা আধ ডজন শ্রমিক আহত হয়েছেন৷ আহতদের স্থানীয় শিবপ্রসাদ গুপ্ত মণ্ডলীয় চিকিৎসালয়ে চিকিৎসা চলছে৷
খবর অনুযায়ি বিশ্বনাথ করিডরে কর্মরত শ্রমিকরা এরকম ভগ্নপ্রায় বাড়িগুলিতেই অস্থায়ীভাবে থাকেন৷ মঙ্গলবার হঠাৎই এরকম একটা বাড়ি ভেঙে পড়ে৷ তার নিচে চাপা পড়ে যান মজুররা৷ খবর পেয়ে পুলিশের দল উদ্ধারকার্যে পৌঁছয়৷ পুলিশ ইতিমধ্যে ভাঙাচোরা বাড়ির থেকে সকলকে বার করেছে এবং হাসপাতালে পাঠিয়েছে৷ সেখানেই ডাক্তাররা ২ জনকে মৃত ঘোষণা করে৷
জানা যাচ্ছে দশাশ্বমেধ ঘাটের সংলগ্ন এলাকায় বিশ্বনাথ করিডর তৈরি হচ্ছে৷ যার জন্য রাস্তায় খননকার্য চলছে৷ এর ফলে এলাকার বহু বাড়ির ভিত একেবারে নড়বড়ে হয়ে গেছে৷ এরই জেরে এই মর্মান্তিক দুর্ঘটনা৷ বর্তমানে জেলাপ্রশাসন এই দুর্ঘটনার তদন্ত করে দেখছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।