• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • Viral: স্কুল ফেরত পড়ুয়াদের আজব স্টান্ট, দেখলে চোখ কপালে উঠবে...

Viral: স্কুল ফেরত পড়ুয়াদের আজব স্টান্ট, দেখলে চোখ কপালে উঠবে...

নাদিয়া ভিডিওটি নিজের ট্যুইটারে পেজে পোস্ট করে এই দুই পড়ুয়ার প্রশংসা করেছেন ৷

নাদিয়া ভিডিওটি নিজের ট্যুইটারে পেজে পোস্ট করে এই দুই পড়ুয়ার প্রশংসা করেছেন ৷

নাদিয়া ভিডিওটি নিজের ট্যুইটারে পেজে পোস্ট করে এই দুই পড়ুয়ার প্রশংসা করেছেন ৷

 • Share this:

  #নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে দুই স্কুল পড়ুয়ার জিমনাস্টিকের ভিডিও ৷ ভিডিও-তে অতি সহজেই কঠিন স্টান্ট করে দেখালেন দুই পড়ুয়া ৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই সেটি ভাইরাল হয়ে যায় ৷ ভিডিওটি অলিম্পিকের পাঁচবারের গোল্ড মেডালিস্ট জিমনাস্ট Nadia Comaneci র কাছে পৌঁছে যায় ৷

  নাদিয়া ভিডিওটি নিজের ট্যুইটারে পেজে পোস্ট করে এই দুই পড়ুয়ার প্রশংসা করেছেন ৷ ভিডিওতে সামারসল্ট ও কার্টউইল স্টান্ট করে দেখায় দু’জন পড়ুয়া ৷ স্টান্টের পারফেকশনের জন্য নাদিয়া অত্যন্ত জনপ্রিয় ৷

  ক্রীড়ামন্ত্রী কিরণ রিজুজু জানিয়েছেন যে দু’জনই অত্যন্ত প্রতিভাশালী ৷ কেউ যদি তাদের নিয়ে আসে তাহলে জিমনাস্টিক অ্যাকাডেমিতে তাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করে দেবেন ৷

  এখনও পর্যন্ত জানা যায়নি যে ভিডিওটি কোন জায়গার ৷ তবে কমেন্ট দেখে মনে করা হচ্ছে ভিডিওটি নাগাল্যান্ডের ৷

  First published: