#ভুবনেশ্বর: বিমান চালানোর প্রশিক্ষণের সময় বিপত্তি ! ওড়িশার ধেনকানল জেলায় একটি বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটল সোমবার ৷ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজন ক্যাপ্টেন ও একজন ট্রেনি পাইলটের ৷
ওড়িশার বিরাসল এয়ারস্ট্রিপে এদিন সকালে মর্মান্তিক বিমান দুর্ঘটনাটি ঘটে ৷ জানা গিয়েছে, বিমান ওড়ানোর ট্রেনিংয়ের সময়েই দুর্ঘটনাটি ঘটে ৷ মৃত ক্যাপ্টেনের নাম সঞ্জীব কুমার ঝা ৷ তিনি বিহারের বাসিন্দা ৷ এবং ট্রেনি পাইলট আনিস ফাতিমা তামিলনাডুর বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ঠিক কী কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ল, তার তদন্ত শুরু হয়েছে ৷
Odisha: Captain Sanjib Kumar Jha from Bihar and Anis Fatima, a trainee pilot from Tamil Nadu, lost their lives after a trainer aircraft crashed today at Birasal Airstrip under Kankadahad police station limits in Dhenkanal district. Bodies have been sent for postmortem. pic.twitter.com/nWez7FVmCu
— ANI (@ANI) June 8, 2020