হোম /খবর /দেশ /
খাবারে হাত দেওয়ার অপরাধে পিটিয়ে খুন করা হল ২৫ বছরের দলিত যুবককে

খাবারে হাত দেওয়ার অপরাধে পিটিয়ে খুন করা হল ২৫ বছরের দলিত যুবককে

এক ২৫ বছরের দলিত যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে দুজন উচ্চবর্ণের বিরুদ্ধে।

  • Last Updated :
  • Share this:

#ভোপালঃ  দলিত হয়ে উচ্চবর্ণের মানুষের খাবারে হাত দিয়েছে। এই ছিল তার অপরাধ। শাস্তি হিসেবে খোয়াতে হল জলজ্যান্ত প্রাণ। মধ্যপ্রদেশের ছাতারপুরে ঘটেছে এমন ঘটনা। এক ২৫ বছরের দলিত যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে দুজন উচ্চবর্ণের বাসিন্দার বিরুদ্ধে।

টাইমস অফ ইন্ডিয়া’র খবর অনুযায়ী, দুই অভিযুক্ত ভুরা সোনি এবং সন্তো্ষ পাল পার্টির শেষে সব পরিষ্কার করতে ডেকেছিলেন দেবরাজ অনুরাগী নামের দলিত সম্প্রদায়ের যুবককে। ওই দুই ব্যক্তি যখন দেখেন যে দেবরাজ নিজের জন্য খাবার বাড়ছে, রেগে আগুন হয়ে যান দুজনে। এরপরই তাঁরা মারতে শুরু করেন দেবরাজকে।

দলিত যুবককে খুন করার পর ওই দুই ব্যক্তি এখন পলাতক। ছাতারপুরের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট বলেছেন, “আমরা খুব তাড়াতাড়িই অভিযুক্তদের খুঁজে বের করব।” ভারতে দলিতদের উপর অত্যাচার নতুন ঘটনা নয়।এর আগে, ২০১৮ সালে হিমাচল প্রদেশের মান্ডি জেলায় অন্য এক দলিত যুবককে মারধর করা হয়েছিল। তার অপরাধ ছিল, উচ্চবর্ণের কিছু লোকের সাজানো দেবতার পবিত্র ডোলি ছুঁয়ে ফেলা। গত বছর, আরেক জন ২১ বছর বয়সি দলিত যুবককে হত্যা করা হয়েছিল তথাকথিত উচ্চবর্ণের লোকেদের সঙ্গে একই টেবলে খাবার খেতে বসে পড়ায়। এই ঘটনা ঘটেছিল উত্তরাখন্ডের দেরাদুনে।

বি আর আম্বেদকর সেই কয়েক দশক আগে লড়ে গিয়েছেন অস্পৃশ্যতার বিরুদ্ধে। কিন্তু এই সামাজিক ব্যাধি থেকে আজও বেরোতে পারল না ভারতবর্ষ। সময়ের সঙ্গে আসবে বদল, এই অপেক্ষা করা যেতে পারে।

Antara Dey

Published by:Piya Banerjee
First published:

Tags: Death of Dalit Youth, Madhya Pradesh