#ভোপালঃ দলিত হয়ে উচ্চবর্ণের মানুষের খাবারে হাত দিয়েছে। এই ছিল তার অপরাধ। শাস্তি হিসেবে খোয়াতে হল জলজ্যান্ত প্রাণ। মধ্যপ্রদেশের ছাতারপুরে ঘটেছে এমন ঘটনা। এক ২৫ বছরের দলিত যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে দুজন উচ্চবর্ণের বাসিন্দার বিরুদ্ধে।
টাইমস অফ ইন্ডিয়া’র খবর অনুযায়ী, দুই অভিযুক্ত ভুরা সোনি এবং সন্তো্ষ পাল পার্টির শেষে সব পরিষ্কার করতে ডেকেছিলেন দেবরাজ অনুরাগী নামের দলিত সম্প্রদায়ের যুবককে। ওই দুই ব্যক্তি যখন দেখেন যে দেবরাজ নিজের জন্য খাবার বাড়ছে, রেগে আগুন হয়ে যান দুজনে। এরপরই তাঁরা মারতে শুরু করেন দেবরাজকে।
বি আর আম্বেদকর সেই কয়েক দশক আগে লড়ে গিয়েছেন অস্পৃশ্যতার বিরুদ্ধে। কিন্তু এই সামাজিক ব্যাধি থেকে আজও বেরোতে পারল না ভারতবর্ষ। সময়ের সঙ্গে আসবে বদল, এই অপেক্ষা করা যেতে পারে।
Antara Dey