#নয়াদিল্লি: কৃষকদের প্রবল বিক্ষোভ, মন্ত্রিসভা থেকে শিরোমণি অকালি দলের বেরিয়ে যাওয়া সত্ত্বেও বৃহস্পতিবার লোকসভায় পাশ হয়ে গেল আরও দু'টি বিতর্কিত কৃষি বিল৷ প্রথম বিলটি সোমবারই ধ্বনি ভোটে পাশ হয়ে গিয়েছিল৷ প্রসঙ্গত এ দিনই নতুন তিনটি কৃষি বিলগুলিকে কৃষক বিরোধী বলে অভিযোগ করে প্রতিবাদ স্বরূপ কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন হরসিমরত কৌর বাদল৷
এ দিনও বিল পেশ করে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার দাবি করেন, নতুন এই বিলগুলি কৃষকদের লাভের অঙ্ক বাড়াতে সাহায্য করবে৷ শুধু তাই নয়, এই তিনটি বিল পাশ হলেও তার কোনও প্রভাব ন্যূনতম সহায়ক মূল্যের উপরে পড়বে না বলেও দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী৷ তাঁর আরও আশ্বাস, কৃষি পণ্য বাজারজাত করার জন্য রাজ্যের যে আইন রয়েছে, তার সঙ্গে এই নতুন বিলগুলির কোনও সংঘাত থাকবে না৷
এ বিরোধীদের তীব্র আপত্তি উপেক্ষা করেই লোকসভায় পাশ হয়ে যায় ফার্মার্স (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন) এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস বিল ও ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স (প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন) বিল৷ গত সোমবার পাশ হয়েছিল অত্যাবশ্যক পণ্য (সংশোধনী) বিল৷
পাঞ্জাবে প্রবল বিক্ষোভ শুরু হওয়ায় অস্বস্তিতে পড়ে এই তিনটি বিলের বিরোধিতা শুরু করে শিরোমণি অকালি দল৷ এ দিন লোকসভায় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টির মতো বিরোধী দলগুলি প্রশ্ন তোলে, বিলের বিরোধিতা করলেও কেন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন না হরসিমরত? এর পরই বাকি দু'টি বিল নিয়ে ভোটাভুটি শুরুর আগে পদত্যাগ করেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী৷ তবে সরকারকে বাইরে থেকে সমর্থন বজায় রাখবে শিরোমণি অকালি দল৷
এই তিনটি বিল পাশ করাতে আগেই অর্ডিন্যান্সে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ যার প্রতিবাদে কৃষকদের প্রবল বিক্ষোভ শুরু হয় পাঞ্জাব এবং হরিয়ানায়৷ তা সত্ত্বেও বাদল অধিবেশন শুরু হতেই এই তিনটি বিল সংসদে পেশ করে সরকার৷
হরসিমরতের সিদ্ধান্তকে এ দিন স্বাগত জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী৷ বিরোধীদের প্রবল হই হট্টগোলের মধ্যেই শুক্রবার বেলা তিনটে পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করে দেওয়া হয়৷
প্রতিবাদে সরব কৃষকদের অভিযোগ, এই তিন বিল পাশ হলে দেশের কৃষিব্যবস্থা কর্পোরেটদের কুক্ষিগত হয়ে যাবে৷ আর্থিক ভাবে বিপর্যয়ের মুখে পড়বে চাষিরা৷