#শ্রীনগর: বৃহস্পতিবার উত্তর কাশ্মীরের সাপোরে সেনা-জঙ্গির সঙ্গে গুলির লড়াইয়ে ২ জঙ্গির মৃত্যু হয়েছে৷ আরও ২ জনকে আটক করা গিয়েছে বলে সেনা সূত্রে খবর৷ বৃহস্পতিবার ভোর থেকেই চলছে গুলির লড়াই ৷ সেনার 22RR, জম্মু ও কাশ্মীরের পুলিশ এবং সিআরপিএফ একসঙ্গে অভিযানে নামে এদিন ৷ জঙ্গিরা লুকিয়ে রয়েছে, এই খবর পেয়ে শুরু হয় চিরুণি তল্লাশি৷
জঙ্গিরা যেই জায়গায় লুকিয়ে ছিল, সেই জায়গাটি লক্ষ্য করে আক্রমণ চালাতে শুরু করে বাহিনী৷ এরপর উল্টোদিক থেকেও শুরু হয় হামলা৷ দু’পক্ষের এই গুলির লড়াইয়ে লুকিয়ে থাকা ২ জঙ্গিকে খতম করতে সফল নিরাপত্তা বাহিনী ৷
এখনও চলছে গুলির লড়াই ৷ ২ জঙ্গির মৃত্যু এবং আরও ২ জঙ্গিকে আটকানো গিয়েছে বলে জানা গেলেও, সেই সংখ্যাটা আরও বেশি হতে পারে৷ অর্থাৎ ২-৩জন জঙ্গি নিরাপত্তা বাহিনীর হাতে এসে থাকতে পারে৷ সাপোরের হর্দশীবায় পরিস্থিতি এখনও উত্তপ্ত৷ এলাকায় মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে ৷
মঙ্গলবার পুলওয়ামা জেলায় সন্ত্রাসবাদীদের হাতে এক সিআরপিএফ জওয়ানের মৃত্য হয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Terrorist