• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ৫০০ টাকা চুরির অভিযোগে দুই দলিত ভাইকে উলঙ্গ করে, গোপনাঙ্গে পেট্রল ঢেলে চলল প্রবল মারধর

৫০০ টাকা চুরির অভিযোগে দুই দলিত ভাইকে উলঙ্গ করে, গোপনাঙ্গে পেট্রল ঢেলে চলল প্রবল মারধর

দুই দলিত ভাইকে মারধরের অভিযোগ গ্রেফতার হওয়া ওই ছ’জনের বিরুদ্ধে এআইআর দায়ের হয়েছে ৷ ঘটনার তদন্তে চলছে ৷

দুই দলিত ভাইকে মারধরের অভিযোগ গ্রেফতার হওয়া ওই ছ’জনের বিরুদ্ধে এআইআর দায়ের হয়েছে ৷ ঘটনার তদন্তে চলছে ৷

দুই দলিত ভাইকে মারধরের অভিযোগ গ্রেফতার হওয়া ওই ছ’জনের বিরুদ্ধে এআইআর দায়ের হয়েছে ৷ ঘটনার তদন্তে চলছে ৷

 • Share this:

  #জয়পুর: ফের নিশানায় দলিত ৷ এবরের ঘটনাস্থল রাজস্থানের নাগৌর এলাকার একটি পেট্রোল পাম্পে ৷ অভিযোগ, দলিত দুই ভাই ৫০০ টাকা চুরি করেছিল ৷ এই খবর চাউর হতেই পাম্পের কর্মীরা প্রচণ্ড মারধর করে ওই দুই ভাইকে ৷ তাদের উলঙ্গ করে মারধর করা হয় ৷ এমনকি চেয়ার-টুল দিয়েও তাদের বেধড়ক মারা হয় ৷ পেট্রল ঢেলে দেওয়া হল পায়ু ছিদ্রে ৷ এই ভিডিও কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে সোস্যাল মিডিয়ায় ৷ সেই ভিডিও পুলিশের নজরে আসতেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন ৷ ঘটনায় জড়িত ছ’জনকে গ্রেফতার করে পুলিশ ৷ সংবাদ সংস্থা পিটিআইকে পাঞ্চরি পুলিশ অফিসার রাজপাল সিং বুধবার জানান, দুই দলিত ভাইকে মারধরের অভিযোগ গ্রেফতার হওয়া ওই ছ’জনের বিরুদ্ধে এআইআর দায়ের হয়েছে ৷ ঘটনার তদন্তে চলছে ৷

  Published by:Simli Raha
  First published: