#নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর বাহনের তালিকায় এবার নতুন সংযোজন হতে চলেছে দুটি বোয়িং-৭৭৭ এয়ারক্রাফ্ট ৷ মিসাইল হানা এড়ানোর ক্ষমতা রাখে, এমন দুটি বিমান এবার নরেন্দ্র মোদির এয়ার ইন্ডিয়ার বিমানের তালিকায় জায়গা পাবে ৷ সেপ্টেম্বরের মধ্যেই ভারতে চলে আসছে এই বিমানগুলি ৷
সংবাদপত্র হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, প্রথম বোয়িং-৭৭৭ বিমানটি আমেরিকা থেকে আসছে অগাস্টের শেষে ৷ তার পরের মাসেই আরও একটি বিমান আসবে বলে সূত্রের খবর ৷ বিমানগুলির বিশেষত্ব হল, এগুলিতে সেলফ প্রোটেকশন স্যুটস (SPS) থাকছে ৷ এয়ারক্রাফ্ট ইনফ্রারেড কাউন্টারমেসার্স, অত্যাধুনিক ডিফেন্সিভ ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট এবং কাউন্টার মেসার্স ডিসপেন্সিং সিস্টেম থাকছে ৷ যা যে কোনও মিসাইল হানা থেকে রক্ষা করবে এই বিমানগুলিকে ৷ অনেকটা মার্কিন প্রেসিডেন্টের জন্য তৈরি ‘এয়ারফোর্স ওয়ান’-এর ধাঁচেই তৈরি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য এই বিশেষ বোয়িং-৭৭৭ বিমানগুলি ৷
এয়ার ইন্ডিয়ার দুটি Boeing 777-300ER বিমানকেই আমেরিকার ডালাসে বোয়িংয়ের একটি কারখানায় পাঠানো হয়েছিল ভিভিআইপি-দের জন্য সেগুলি নতুন করে তৈরি করার জন্য ৷ দুটি বিমানেরই বয়স ৩ বছরের কম ৷ এবং খুব কমই ব্যবহার করা হয়েছে সেগুলি ৷ এর আগে এয়ার ইন্ডিয়ার যে বোয়িং-৭৪৭ বিমানগুলি ভিভিআইপি-দের জন্য ব্যবহার করা হত ৷ সেগুলি দুই শতাব্দী পুরনো ৷ তাই এবার সেগুলি সরিয়ে প্রধানমন্ত্রীর জন্য আসছে মার্কিন প্রেসিডেন্টের ধাঁচে নতুন করে সাজানো এয়ার ইন্ডিয়ার দুটি বোয়িং-৭৭৭ বিমান ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: PM Modi, PM Narendra Modi