corona virus btn
corona virus btn
Loading

‘প্রধানমন্ত্রী হলেও ছোটখাট বিষয়ও এড়ায় না নজর’, হিউস্টনে মোদির ‘সারল্য’ নেট দুনিয়ায় ভাইরাল

‘প্রধানমন্ত্রী হলেও ছোটখাট বিষয়ও এড়ায় না নজর’, হিউস্টনে মোদির ‘সারল্য’ নেট দুনিয়ায় ভাইরাল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ফাইল ছবি ৷

দেশ বিদেশের রাজনৈতিক চিন্তা ২৪ ঘণ্টা মাথায় ঘুরলেও ছোটখাট ব্যাপারও নজর এড়ায় না নরেন্দ্র মোদির, তা হিউস্টনে প্রমাণ হল আরও একবার ৷

  • Share this:

#হিউস্টন: বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের প্রধানমন্ত্রী এবং বিশ্বের তাবড় তাবড় রাজনৈতিক নেতাদের মধ্যেও মোদির স্থান প্রথম দশের মধ্যে ৷ এমন বিরাট ব্যক্তিত্ব হলে কী হবে! দেশ বিদেশের রাজনৈতিক চিন্তা ২৪ ঘণ্টা মাথায় ঘুরলেও ছোটখাট ব্যাপারও নজর এড়ায় না নরেন্দ্র মোদির, তা হিউস্টনে প্রমাণ হল আরও একবার ৷

একটি সামান্য ছোট ব্যাপারের কারণে প্রোটোকল ভেঙে নীচু হয়ে মাটি ছুঁলেন নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রীর রাশ ভারী ব্যক্তিত্বের বদলে সাধারণ এই সারল্য কেড়ে নিয়েছে নেটিজেনদের মন ৷ সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছে মোদির এমন আচরণের ওই দৃশ্য ৷

আক্ষরিক অর্থেই মার্কিন মুলুকে মোদি ম্যানিয়া! শনিবারই হিউস্টন পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিমানবন্দরে ঘটা একটি ঘটনায় এখন ভাইরাল নেট দুনিয়ায় ৷ বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে শনিবার উপস্থিত ছিলেন কেনিথ জাস্টার (মার্কিন রাষ্ট্রদূত), ক্রিস্টোফর ওলসন (মার্কিন বাণিজ্য ও আন্তর্জাতিক বিষয়ক নির্দেশক), হর্ষবর্ধন শৃঙ্গলা (ভারতীয় রাষ্ট্রদূত)। পুষ্প স্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হয় মোদিকে ৷ সেসময় ফুলের তোড়া থেকে একটু ফুল কুড়িয়ে পড়ে ৷ আধিকারিকদের সঙ্গে সঙ্গে হাত মেলাতে মেলাতেই আগুপিছু ভেবে নীচু হয়ে মাটি থেকে ফুলটিকে কুড়িয়ে নিয়ে দেহরক্ষীদের হাতে দিয়ে দেন ৷

সামান্য ফুলের জন্য প্রধানমন্ত্রীর এই অভিব্যক্তি ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের মন ৷ মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও ৷ কেউ লিখেছেন, ‘ কতটা সরল! মাটিতে পড়ে যাওয়া ফুলের তোড়াটি কত সহজেই কুড়িয়ে নিলেন একজন প্রধানমন্ত্রী।’ আবার কেউ বলেন, ‘এতেই প্রমাণ হয় সব ব্যাপারেই তাঁর নজর আছে এবং তিনি কত যত্নশীল ৷’ অনেকে আবার বলেছেন, ‘আমেরিকাতেও স্বচ্ছ অভিযান শুরু করেছেন মোদি৷’

আজ হিউস্টনে মেগা ইভেন্টে অনাবাসী ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মোদি৷ ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে স্টেজে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও৷ মেগা শো-এর নাম 'Howdy Modi!'৷ হিউস্টনে 'হাউ ডু ইউ ডু'-কে সংক্ষপে হাউডি বলেন বাসিন্দারা ৷

First published: September 22, 2019, 7:59 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर