হোম /খবর /দেশ /
টুইটার বিভ্রাট, খুলছে না লিংক, ভোগান্তিতে হাজার-হাজার ইউজার

Twitter: টুইটার বিভ্রাট, খুলছে না লিংক, ভোগান্তিতে হাজার-হাজার ইউজার

বিভ্রাটের জেরে হাজার হাজার ব্যবহারকারী সমস্যার মুখে পড়েছেন। ডাউনডিটেক্টর নামের সংস্থা জানাচ্ছে, ৮,০০০-এরও বেশি গ্রাহক জানিয়েছেন, তাঁরা টুইটার নিয়ে ভোগান্তিতে

  • Share this:

নয়াদিল্লি: টুইটার বিভ্রাট! সোমবার ইলন মাস্কের মালিকাধীন এই সোশ্যাল  নেটওয়ার্কিং সাইটের হাজার-হাজার ইউজার জানালেন, খুলছে না লিংক। ৬ মার্চ টুইটার সাপোর্ট-এর তরফে টুইট করে জানানো হয়েছিল, '' বিশ্বের কিছু প্রান্তে টুইটার সঠিকাবে কাজ করতে পারবে না। সিস্টেমে কিছু অভ্যন্তরীণ পরিবর্তন হয়েছে, যার জেরে অনিচ্ছাকৃতভাবেই কিছু সমস্যা সামনে আসছে। আমরা এখন এটি নিয়েই কাজ করছি, সমস্যা মিটে গেলে আপডেট শেয়ার করা হবে।''

বিভ্রাটের জেরে হাজার হাজার ব্যবহারকারী সমস্যার মুখে পড়েছেন। ডাউনডিটেক্টর নামের সংস্থা জানাচ্ছে, ৮,০০০-এরও বেশি গ্রাহক জানিয়েছেন, তাঁরা টুইটার নিয়ে ভোগান্তিতে। টুইটারে এই সমস্যাটি শুরু হয় যখন সিইও এলন মাস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজারদের জন্য টুইটের শব্দসীমা বেঁধে দেন ৪ হাজার শব্দে।

অনেক ব্যবহারকারী জানিয়েছেন, টুইট করার পর তাঁরা একটি ‘টাইম আউট’ বার্তা পাচ্ছেন যেখানে বলা হচ্ছে ‘আপনি টুইট করার সময় সীমা অতিক্রম করেছেন’। এছাড়াও ব্যবহারকারীদের সরাসরি বার্তা পাঠাতে, অন্যান্য অ্যাকাউন্টগুলি ফলো করতে এবং অল্প সময়ের মধ্যে কনটেন্ট পোস্ট করতে সমস্যা হচ্ছে। অনেক ইউজারের অভিযোগ, সাইটটি রিফ্রেশ করার পরও পুরানো টুইটগুলি পপ আপে স্ক্রিনে উঠে আসছে।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Twitter