#গাজিয়াবাদ: বহুতলের বারান্দা থেকে নীচে পড়ে যেতে পারে পোষ্য কুকুর ছানা৷ আর তাকে বাঁচাতে গিয়ে দশতলার বারান্দা থেকে নীচে পড়ে গিয়ে প্রাণ হারালো ১২ বছরের এক স্কুল পড়ুয়ার৷ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গাজিয়াবাদে৷
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সপ্তম শ্রেণির পড়ুয়া ওই বালিকার নাম জ্যোৎস্না৷ এ দিন দুপুরে দিল্লির কাছেই গাজিয়াবাদে নিজেদের ফ্ল্যাটের ব্যালকনিতে পোষ্য কুকুর ছানার সঙ্গে খেলছিল সে৷ আচমকাই বারান্দার গায়ে আটকানোর নেটের উপরে চলে যায় কুকুর ছানাটি৷ প্রিয় পোষ্য নীচে পড়ে যেতে পারে, এই আশঙ্কায় নেট থেকে তাকে ছাড়াতে যায় জ্যোৎস্না৷ আর তখনই দেহের ভারসাম্য হারিয়ে বারান্দার রেলিং টপকে সোজা দশতলা থেকে নীচে গিয়েল পড়ে সে৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে গেলেও লাভ হয়নি৷ হাসপাতালেই মারা যায় ওই বালিকা৷
ঘটনার সময় বাড়িতেই ছিলেন ওই বালিকার মা৷ অস্বাভাবিক শব্দ শুনে ছুটে এসে তিনি দেখেন, নীচে পড়ে রয়েছে মেয়ে৷ রক্তে ভেসে যাচ্ছে তার শরীর৷ জ্যোৎস্নার সঙ্গে তার প্রিয় পোষ্যটিরও পড়ে গিয়ে মৃত্যু হয়৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
গত সোমবার অনেকটা একই ভাবে গ্রেটার নয়ডায় জন্মদিনের দিনই এক বছর বয়সি একটি শিশুর মৃত্যু হয়৷ সবার অগোচরে সিঁড়ির রেলিং গলে ১২ তলা থেকে নীচে পড়ে যায় শিশুটি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident, Uttar Pradesh