Home /News /national /

Rajya Sabha MPs Suspended: শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড রাজ্যসভার ১২ সাংসদ, শাস্তির কোপে তৃণমূলের দু' জন

Rajya Sabha MPs Suspended: শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড রাজ্যসভার ১২ সাংসদ, শাস্তির কোপে তৃণমূলের দু' জন

একসঙ্গে সাসপেন্ড ১২ সাংসদ৷ Photo-PTI

একসঙ্গে সাসপেন্ড ১২ সাংসদ৷ Photo-PTI

যে সাংসদদের সাসপেন্ড করা হয়েছে তাঁদের মধ্যে আছেন তৃণমূলের দোলা সেন (Dola Sen) এবং শান্তা ছেত্রী (Rajya Sabha MPs Suspended)৷

 • Share this:

  #দিল্লি: বাদল অধিবেশনের শেষ দিনে অভব্য এবং হিংস্র আচরণের জের৷ একসঙ্গে সাসপেন্ড করা হল রাজ্যসভার বারো জন সাংসদকে (Rajya Sabha MPs Suspended)৷ সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে রয়েছেন তৃণমূলের দুই সাংসদও৷ শাস্তির জেরে শীতকালীন অধিবেশনের বাকি সময় সংসদের অধিবেশনে অংশ নিতে পারবেন না এই সাংসদরা৷

  যে সাংসদদের সাসপেন্ড করা হয়েছে তাঁদের মধ্যে আছেন তৃণমূলের দোলা সেন (Dola Sen) এবং শান্তা ছেত্রী৷ এ ছাড়াও সিপিএম, সিপিআই, কংগ্রেস এবং শিবসেনা সাংসদদের সাসপেন্ড করা হয়েছে৷

  আরও পড়ুন: কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে আলোচনার দাবিতে সংসদ চত্বরে পৃথক ধর্নায় কংগ্রেস ও তৃণমূল

  শাস্তির কথা ঘোষণা করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ অগাস্ট সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে রাজ্যসভার চেয়ারপার্সনের প্রতি অসম্মান, সংসদ কক্ষের মধ্য আপত্তিকর, হিংস্র এবং অভব্য আচরণের অভিযোগেই সাংসদের সাসপেন্ড করা হয়েছে৷ ইচ্ছাকৃত ভাবে অধিবেশনের কাজে বাধা দান এবং নিরাপত্তারক্ষীদের উপরে আক্রমণের অভিযোগও করা হয়েছে৷

  দোলা সেন এবং শান্তা ছেত্রী বাদে যে সাংসদদের সাসপেন্ড করা হয়েছে তাঁরা হলেন, এলামারাম করিম (সিপিএম), বিনয় ভিসওয়াম (সিপিআই), ফুলো দেবী নিতম, রিপুন বোরা, ছায়া বর্মা, রাজামনি প্যাটেল , অখিলেশ প্রসাদ সিং, সৈয়দ নাসির হুসেন (কংগ্রেস), প্রিয়াঙ্কা চতুর্বেদী ও অনিল দেশাই (শিবসেনা)৷

  আরও পড়ুন: লোকসভার পুনরাবৃত্তি রাজ্যসভায়, ধ্বনি ভোটে পাশ কৃষি আইন প্রত্যাহার বিল!

  পেগাসাস বিতর্ক এবং তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিরোধীদের হইহট্টগোলে গোটা বাদল অধিবেশনেই সংসদ অচল হয়ে ছিল৷ নির্ধারিত সময়ের দু' দিন আগেই অধিবেশনের সমাপ্তি ঘোষণা করতে হয়৷

  অভিযোগ, বাদল অধিবেশনের শেষ দিনে বেশ কিছু বিরোধী সাংসদ অধিবেশন কক্ষের মধ্যেই সংসদের কর্মচারীদের টেবিলে উঠে পড়েন, কালো কাপড় দেখান এবং ফাইল ছুড়ে ফেলেন৷ নিরাপত্তা রক্ষীদেরও হেনস্থার অভিযোগ ওঠে সাংসদদের বিরুদ্ধে৷ এই ঘটনার পর পরই রাজ্যসভার চেয়ারপার্সন বেঙ্কাইয়া নাইডু এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ঘটনায় কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেন৷

  Published by:Debamoy Ghosh
  First published:

  Tags: Congress, Parliament, TMC

  পরবর্তী খবর