#সাগর: একে বলে ধর্মের কল বাতাসে নড়ে ৷ করোনা থেকে বাঁচতে মাস্ক পরে কি হবে বরং ভগবানকে ডাকুন ৷ নিজের TikTok ভিডিওতে মাস্ক পরা নিয়ে রীতিমতো মস্করা করার পর নিজেই এখন করোনা আক্রান্ত TikTok স্টার ৷ হাসপাতালের বেডে শুয়ে ২৫ বছরের ওই যুবক এখন ডাক্তারদের কাছে নিজের জীবন ভিক্ষা চাইছেন ৷ একইসঙ্গে ওই TikTok ভিডিওতে করা মন্তব্যের জন্য আফসোস করে বলেছেন আর কোনওদিন এমন ভিডিও বানাবেন না ৷
মধ্যপ্রদেশের বাসিন্দা ২৫ বছরের ওই যুবক পেশায় একজন ইলেক্ট্রিসিয়ান৷ বুন্দেলখন্ড মেডিকেল কলেজে তিনি চিকিৎসাধীন ৷ কয়েকদিন আগে একটি টিকটক ভিডিওতে তিনি বলেন, ‘এক টুকরো কাপড়ে নয় বরং ভগবানে বিশ্বাস রাখুন ৷’ রীতিমতো মাস্ক পরা নিয়ে মজা করতেও ছাড়েননি তিনি ৷ যুবকের ওই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি ৷
ভিডিও পোস্টের পরই জব্বলপুরে দিদির বাড়ি যান ওই যুবক ৷ হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সেখানে ৷ শরীরে ফুটে উঠে সংক্রমণের লক্ষণ ৷ দেরি না করে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় ৷ আইসোলেশন ওয়ার্ডে শুয়েও পুরো ব্যাপারটার গুরুত্ব বোঝেননি যুবক ৷ সেখান থেকেও ক্রমাগত ভিডিও শ্যুট করে আপলোড করে গিয়েছেন ৷ শুক্রবার তাঁর নমুনা পরীক্ষার রিপোর্টে কোভিড ১৯ পজিটিভ আসার পরই আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন তিনি৷
আতঙ্কে বারবার চিকিৎসকদের কাছে নানা অনুনয়বিনয় করতে থাকেন বছর পঁচিশের ওই যুবক ৷ রিপোর্ট পজিটিভ আসার পরই নিজের আগের ভিডিও করা মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে আরও দুটি ভিডিও আপলোড করেন তিনি ৷ ফলোয়ার দের কাছে তাঁর জন্য প্রার্থনার অনুরোধও জানান ৷ বলেন, ‘প্লিজ আমাকে মনে রাখবেন, আমার জন্য প্রার্থনা করবেন ৷’ এরপরই পুলিশ তাঁর থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয় ৷
অন্যদিকে, কিভাবে ওই যুবকের শরীরে করোনা সংক্রমিত হল তা ভাবিয়ে তুলেছে চিকিৎসকদের ৷ পুলিশ যুবকের গত কয়েকদিনের গতিবিধি খতিয়ে দেখছে ৷ প্রশাসন আপাতত যুবকের পরিবার, মেডিক্যাল স্টাফ, প্রতিবেশি, বন্ধু সহ তাঁর সংস্পর্শে আসা ৫০ জনেরও বেশি মানুষকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছেন ৷ উল্লেখ্য, ওই জেলার প্রায় ২৫০-এরও বেশি মানুষ বাইরে থেকে আসার কারণে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona, Corona outbreak, Corona state lock down, Coronavirus, COVID-19