#মুম্বই: টিআরপি জালিয়াতি মামলায় অভিযুক্ত হিসেবে গ্রেফতার হয়েছেন রেটিং সংস্থা ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (বিএআরসি)-এর প্রাক্তন সিইও পার্থ দাশগুপ্ত৷ আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতেই থাকতে হবে তাঁকে৷ শুক্রবার জানিয়ে দিল আদালত৷
গতকাল মুম্বই পুলিশের ক্রাইম ইনটেলিজেন্সি ইউনিট (সিআইইউ) পুণে জেলার রায়গড় থানা এলাকা থেকে পার্থকে সন্ধ্যায় গ্রেফতার করে৷ শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হয়েছিল৷ বিএআরসি-র টিআরপি জালিয়াতি মামলায় 'মাস্টারমাইন্ড' পার্থ-র ঠিক কী ভূমিকা ছিল, সেটা জানতেই মুম্বই পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায়৷ এই মর্মেই আদালতের কাছে আর্জি জানিয়ে পার্থকে নিজেদের হেফাজতে রাখতে চায় পুলিশ৷ আদালত তা মঞ্জুর করে৷
পার্থ-র ও কোম্পানির অনান্যদের গ্রেফতারি নিয়ে এবার বিবৃতি দিল বিএআরসি৷ তাদের মুখপাত্র জানিয়েছেন, "বিএআরসি ইন্ডিয়ার প্রাক্তন কর্মীদের বিষয়টা তদন্তাধীন৷ যা চলছে এখনও৷ বিএআরসি ম্যানেজমেন্ট এই বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে পূর্ণ সমর্থন ও সহযোগিতা চালিয়ে যাবে৷ এই মুহূর্তে দাঁড়িয়ে কোনও মন্তব্য করা বিএআরসি-র পক্ষে সমিচীন নয়৷ বিএআরসি ইন্ডিয়ার প্রতিটি কর্মচারীকে নির্দিষ্ট আচরণ বিধি ও নিয়ম কানুন মেনে চলতে হয়৷ তা লঙ্ঘন করলে উপযুক্ত অনুশাসনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়৷ আমরা এটা ভবিষ্যতেও নিশ্চিত করব যে, দেশ যা দেখে (টিভিতে) ঠিক তার ভিত্তিতেই আমাদের রিপোর্ট সত্যতা এবং অখণ্ডতা বজায় রেখেই হয়৷ যা বিএআরসি-র সকল অংশিদারের দায়বদ্ধতার মধ্যে পড়ে৷"
টিআরপি জালিয়াতি কাণ্ডে এখনও পর্যন্ত মোট ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ কিছুদিন আগেই বার্কের প্রাক্তন চিফ অপারেটিং রামিল রামগড়িয়া-সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশের সিআইইউ৷
টিআরপি কেলেঙ্কারির তদন্তে নেমে রিপাবলিক-সহ মোট তিনটি টিভি চ্যানেলের বিরুদ্ধে রেটিং-কারচুপির অভিযোগ আনে মুম্বই পুলিশ। এর পরই শুরু হয় তদন্ত। এই জালিয়াতি কাণ্ডে রিপাবলিক টিভি-র প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীরও নাম উঠে এসেছিল।
রিপাবলিক নেটওয়ার্কের বিরুদ্ধেও তোগ দেগেছিল বিএআরসি৷ অকারণে গোপন তথ্য সামনে আনা এবং তার অপব্যখ্যা করার জন্য এই সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বার্কের সমালোচনার মুখে পড়তে হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।