আবীর ঘোষাল, আগরতলা: অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আগামিকাল, মঙ্গলবার ত্রিপুরায় প্রচার সারবেন। প্রার্থীদের নিয়ে রোড শো করবেন। তারপরে সভা করবেন। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও নির্বাচন কমিশনে, চার বার চিঠি দেওয়া হল। ভারতীয় জনতা পার্টি প্রচার করতে দিচ্ছে না। বিভিন্ন জায়গায় প্রচার সামগ্রী ছিঁড়ে দিচ্ছে। বিজেপির কাছে তৃণমূল আসলে থ্রেট হয়ে দাঁড়িয়েছে। যতক্ষণ না পর্যন্ত এর প্রতিবাদ হচ্ছে, হইচই হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না (Tripura Politics)।
অভিযোগ জানালে হুমকি দিচ্ছে বিজেপি। পুলিশ নজর রাখছে বলে কিছুই করছে না। এখানে হাসপাতালেও অচলাবস্থা তৈরি হয়েছে। একই সঙ্গে কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রী বদল হয়েছে ত্রিপুরায় ৷ আমরা যা যা অভিযোগ করেছিলাম তা ঠিক ৷ সরকারের অপদার্থতা আর বিজেপির গোষ্ঠীবাজীর জন্য মুখ্যমন্ত্রী বদল হয়েছে ৷ এই সরকার মানুষের কাছে নতুন করে রায় নিক। দ্রব্যমূল্য বাড়ুক যারা চান, তারা বিজেপিকে ভোট দিন ৷ আর যারা চাইবেন অপশাসন শেষ হোক তারা তৃণমূলকে ভোট দিক। তৃণমূলকে একবার ভরসা করে দেখুক। বাংলার সব সামাজিক স্কিম এখানেও হবে।’’
আরও পড়ুন-কেমন হবে পঞ্চায়েতে প্রার্থী? প্রস্তুতি শুরু তৃণমূলের অন্দরেত্রিপুরা তৃণমূলের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দু’দফায় প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরভোটে আড়াই মাস সময়ে আমরা ২৬% ভোট পেয়েছি। প্রবল হুজ্জতি সত্ত্বেও ভোট পেয়েছি আমরা। আগামিকাল, মঙ্গলবার প্রথম দফায় রোড শো করবেন। তারপর সভা করবেন৷ এরপর আর একবার ভোট প্রচার করবেন ৷ ২০ জুন দুটি জনসভা করবেন তিনি। আগামিকাল রোড শো হবে - মেলার মাঠের কাছের গান্ধি ঘাট থেকে শুরু হবে। এটা শেষ হবে জি বি বাজারে। এরপর জি বি বাজারে একটা সভা করবেন৷
আরও পড়ুন-বাড়বে পুরুষদের যৌন ক্ষমতা, তার জন্য রোজ সকালে উঠে খেতে হবে এই খাবারএর পর ২০ তারিখ সুরমা ও যুবরাজনগরে তিনি প্রচার করবেন। এবার প্রচার হবে আগরতলা ও বরদোয়ালি কেন্দ্রে। কুণাল ঘোষ জানিয়েছেন, এই উপনির্বাচন আমরা চাইব ত্রিপুরার সচেতন মানুষ মন থেকে যারা চাইবেন দাম বাড়ুক, বেসরকারিকরণ হোক তারা বিজেপিকে ভোট দিন। আর যারা তা মনে করবেন না, তারা কংগ্রেস, সিপিএমকে ভোট না দিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Tripura Politics