আবীর ঘোষাল, আগরতলা: ত্রিপুরায় জাতীয় সড়ক উন্নয়নের জন্য ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী। রাজ্যের সার্বিক উন্নয়নে খুবই আন্তরিক ভূমিকা নিয়ে অবতীর্ণ হয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্য ও কেন্দ্রে ডাবল ইঞ্জিন সরকার থাকার সুবাদে ত্রিপুরার উন্নয়নের গতি ক্রমশই জোরদার গতিতে এগিয়ে চলছে। বর্তমানে উত্তর জেলার চুরাইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত চার লেনের জাতীয় সড়কের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এর জন্য বিশেষ নজর দিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি।
এরমধ্যে আগরতলা থেকে খোয়াই সেকশন পর্যন্ত জাতীয় সড়ক ১০৮বি দুই লেনের পাকা রাস্তা নির্মাণ ও উন্নতিকরণের জন্য ২১০.৫৪ কোটি টাকার অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী। এর পাশাপাশি জাতীয় সড়ক ৮ (আমতলির কাছে) থেকে জাতীয় সড়ক - ১০৮বি (লেম্বুছড়ার কাছে) সংযোগকারী পাকা সড়ক আগরতলা বাইপাস (পশ্চিম দিকের দৈর্ঘ্য ২৫.৪০২ কিমি)-সহ একটি চার লেন সড়ক নির্মাণের জন্য ২০২৬.০৫ কোটি টাকা মঞ্জুর করেন তিনি।
আরও পড়ুন- ১২ বছর পরে দেবগুরু বৃহস্পতি ফিরছেন মেষে, ১২টি রাশির উপরে এর কী প্রভাব পড়তে চলেছে? জানুন
ত্রিপুরা বিধানসভা ভোটে HIRA মডেলকে সামনে রেখে লড়াই করেছিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোক বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সকলের মুখে মুখেই ছিল এই HIRA মডেল। এর H হল হাইওয়ে ৷ তাই সড়কপথে যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর জন্য কাজ শুরু হয়েছে জোরকদমে। ত্রিপুরা রাজ্য আয়তনে ছোট হলেও যাতায়াতের জন্য প্রয়োজন পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা ৷
রেল পথ চালু থাকলেও নিয়মিত বা ঘন ঘন রেল পরিষেবা নেই। ভরসা হল সড়কপথ। একাধিক জায়গায় রাস্তা থাকলেও তা আকারে বড় বা চওড়া নয় ৷ সেই কারণে এই যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর জন্য, হাইওয়ে নির্মাণে গুরুত্ব দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর এই ঘোষণার ফলে খুশি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি জানিয়েছেন, ‘‘কেন্দ্রীয় সরকার যে ত্রিপুরা রাজ্যের মানুষের পাশে আছে তা আগেই জানিয়েছিল। তবে শুধু মুখের কথা নয় ৷ বাস্তবেও যে সরকার পাশে আছে তা বুঝিয়ে দেওয়া হল।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Tripura, Tripura Politics