ত্রিপুরা: ম্যাজিক ফিগারের আশপাশেই ওঠানামা করছে বিজেপি। কিন্তু তা সত্ত্বেও এখন জয়ের আবির ওড়াতে পারছে না পদ্মশিবির। বেশ কয়েকটি কেন্দ্রে জোর টক্কর দিচ্ছে বাম-বিজেপি। ১০এর বেশি আসনে এগিয়ে তিপ্রামোথাও। এরমধ্যেই বিজেপির জন্য সুখবর। খুব সামান্য ব্যবধানে হলেও মুখরক্ষার জয় বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহার। টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে মাত্র ৮৩২টি ভোটে হারালেন তিনি।
অথচ মাত্র ৯ মাস আগেই ছবিটা এতটা খারাপ ছিল না। গত বছরের জুন মাসে উপনির্বাচনে এই কেন্দ্রে এই প্রার্থীকেই ৬ হাজার ১০৪ ভোটে হারিয়েছিলেন মানিক সাহা। ২০২৩ এর নির্বাচনে টাউন বড়দোয়ালি কেন্দ্রে ৫০ শতাংশ ভোট পেয়েছেন মানিক। অন্যদিকে, তাঁর প্রতিদ্বন্দ্বী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আশিস পেয়েছেন প্রায় ৪৭ শতাংশ ভোট। তৃণমূল প্রার্থীর ঝুলিতে দেড় শতাংশের সামান্য বেশি।
প্রসঙ্গত, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে টাউন বড়দোয়ালি কেন্দ্রেই বিজেপি প্রার্থী হিসাবে জিতেছিলেন আশিস। পরে তিনি বিধায়ক পদে ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগ দেওয়ায় উপনির্বাচন হয়। গত বছরের মে মাসে বিপ্লব দেবের আচমকা ইস্তফার ২৪ ঘণ্টার মধ্যে ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যসভার সাংসদ মানিক সাহার নাম ঘোষণা করে বিজেপি।
আরও পড়ুন: ভোট গণনার শুরুতেই আশার আলো দেখছে তৃণমূল, মুকুলের হাত ধরে কি বাংলার বাইরে পা রাখবে TMC
এছাড়াও, ত্রিপুরার মাতারবাড়ি কেন্দ্রে জয় লাভ করেছেন বিজেপি প্রার্থী অভিষেক দেবরায়। অন্যদিকে, আগরতলা কেন্দ্রে জিতেছেন ত্রিপুরা কংগ্রেসের সভাপতি সুদীপ রায়বর্মণ।
ত্রিপুরায় ইতিমধ্যেই মেজরিটি মার্ক টপকে গিয়েছে বিজেপি। বেলা ১২টায় পাওয়া খবর অনুযায়ী, বিজেপি এগিয়ে রয়েছে ৩৩টি আসনে। বাম-কংগ্রেস জোট এগিয়ে রয়েছে ১৪টি আসনে। তিপ্রামোথা ১১টি আসনে এগিয়ে রয়েছে বলে খবর। একটিমাত্র আসনে এগিয়ে তৃণমূল। অন্যান্যদের হাতে রয়েছে ১টি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।