হোম /খবর /দেশ /
দিল্লি গেলেন বিপ্লব দেব, মন্ত্রিসভায় রদবদলের জল্পনা! তৃণমূলের উত্থানেই তৎপরতা?

Biplab Deb in Delhi: দিল্লিতে বিপ্লব দেব, মন্ত্রিসভায় রদবদলের জল্পনা! তৃণমূলের উত্থানেই তৎপরতা?

দিল্লি গেলেন বিপ্লব দেব৷

দিল্লি গেলেন বিপ্লব দেব৷

২০২৩ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিপ্লব দেব মন্ত্রিসভায় রদবদলও আসন্ন বলে একটি সূত্রের মত (Biplab Deb in Delhi)৷

  • Last Updated :
  • Share this:

#আগরতলা: ত্রিপুরায় তৃণমূলের উত্থানের মধ্যেই দিল্লি গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ একা বিপ্লব দেব নন, ত্রিপুরা বিজেপি-র সভাপতি মানিক সাহাও এ দিন দিল্লি গিয়েছেন বলে খবর৷ সূত্রের খবর, দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁদের বৈঠকের কথা রয়েছে৷ ২০২৩ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিপ্লব দেব মন্ত্রিসভায় রদবদলও আসন্ন বলে একটি সূত্রের মত৷ পাশাপাশি ত্রিপুরায় তৃণমূলের উত্থানের বিষয়টি নিয়েও আলোচনার সম্ভাবনা প্রবল৷

যদিও ত্রিপুরার বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তীর দাবি, 'আমাদের মুখ্যমন্ত্রী ত্রিপুরার উন্নয়নের স্বার্থেই মাসে দু' থেকে তিন বার দিল্লিতে যান৷ যদিও এবার তাঁর দিল্লি সফরের প্রকৃত কারণ আমরাও জানি না৷'

গত কয়েকদিন ধরেই তৃণমূল- বিজেপি সংঘাতে উত্তপ্ত ত্রিপুরা৷ ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, ব্রাত্য বসু, দোলা সেন সহ ছয় তৃণমূল নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিশ৷ ত্রিপুরায় বিপ্লব দেব সরকারকে ক্ষমতাচ্যুত করারও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব৷ পাল্টা তৃণমূলের বিরুদ্ধে পথে নামছে বিজেপি-ও৷ এই পরিস্থিতিতে বিপ্লব দেব এবং দলের রাজ্য সভাপতির দিল্লি সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল৷

তবে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও রাজ্য সভাপতি মানিক সাহা একই সঙ্গে দেখা করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়৷ দলের সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে৷ তবে সবথেকে বেশি জল্পনা চলছে বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরায় বিপ্লব দেব সরকারের মন্ত্রিসভায় রদবদল নিয়ে৷ গত বেশ কিছুদিন ধরেই ত্রিপুরার রাজনীতিতে সেই জল্পনা চলছে৷

ত্রিপুরায় বিপ্লব দেবের সঙ্গে সুদীপ রায় বর্মনের কোন্দলও বিজেপি নেতৃত্বের অন্যতম মাথাব্যথার কারণ৷ যে দুর্বলতা নিয়ে ইতিমধ্যেই খোঁচা দিতে শুরু করেছে তৃণমূলও৷ ফলে মন্ত্রিসভায় এবং সংগঠনে রদবদল ঘটিয়ে বিধানসভা নির্বাচনের আগেই ত্রিপুরায় ক্ষমতা ধরে রাখার প্রস্তুতি নিতে শুরু করে দিল বিজেপি শীর্ষ নেতৃত্ব৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Biplab Deb, BJP, TMC, Tripura