হোম /খবর /নির্বাচন /
৩ টেতেই ৭০ শতাংশ, বিপুল ভোটদানে কীসের ইঙ্গিত ত্রিপুরায়? জোর চর্চা রাজনৈতিক মহলে

Tripura assembly election 2023: ৩ টেতেই ৭০ শতাংশ, বিপুল ভোটদানে কীসের ইঙ্গিত ত্রিপুরায়? জোর চর্চা রাজনৈতিক মহলে

সকাল থেকেই ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে ত্রিপুরায়।

সকাল থেকেই ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে ত্রিপুরায়।

এ দিন সকালেই ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরার যুবসমাজকে ভোট দেওয়ার জন্য আহবান জানিয়েছিলেন৷

  • Share this:

আগরতলা: ২০১৮-র পুনরাবৃত্তি ২০২৩-এ৷ নির্বাচন কমিশনের তথ্য বলছে, বেলা তিনটেতেই ত্রিপুরায় ভোট দানের হার ৭০ শতাংশ ছুঁয়েছে (৬৯.৯৬ শতাংশ)৷ পরবর্তী দু ঘণ্টায় শেষ পর্যন্ত ভোট দানের হার কত দাঁড়ায়, সেটাই এখন দেখার৷

পরিসংখ্যান বলছে, পাঁচ বছর আগে ২০১৮ সালে ত্রিপুরায় ভোটদানের হার ছিল ৯১ শতাংশের বেশি৷ ফল বেরোতে দেখা গিয়েছিল, ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি৷ অতিরিক্ত ভোট দানের হার অধিকাংশ ক্ষেত্রেই প্রতিষ্ঠান বিরোধিতার দিকে যায় বলে মত দেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ যা ক্ষমতা বদলের বড় ইঙ্গিত৷ ফলে ত্রিপুরার ক্ষেত্রে কী হয়, বিপুল ভোটদানের হার আসেল মানিক সাহা সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের ইঙ্গিত নাকি বিজেপি-র দাবি মতো সরকারের উন্নয়ন কর্মসূচির প্রতি সিলমোহর, তা জানা যাবে আগামী ২ মার্চ৷

আরও পড়ুন: গাড়ি ভাঙচুর, মারধর! ইট-পাথর-বাঁশ! একের পর এক অশান্তি বেলাশেষের ভোটে

এ দিন সকালেই ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরার যুবসমাজকে ভোট দেওয়ার জন্য আহবান জানিয়েছিলেন৷ পাল্টা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দাবি করেছিলেন, ত্রিপুরার যুবসমাজ বেরিয়ে এসে ভোট দিলেই সরকার বদল হবে৷

ত্রিপুরায় বিজেপি সরকারের বিরুদ্ধে কর্মসংস্থান তৈরি করতে না পারা সহ একাধিক প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ উঠেছে৷ তার পরেও বিজেপি-কেই এগিয়ে রাখছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ৷ কিন্তু যেভাবে মানুষ সকাল থেকে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে ভিড় জমিয়েছেন, তাতে বিজেপি নেতাদের কপালেও চিন্তার ভাঁজ পড়তে বাধ্য৷ সবথেকে বড় কথা, ত্রিপুরার আদিবাসী ভোট কোন দিকে যায়, তিপরামোথা কতখানি নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে, সেদিকেও নজর রয়েছে গোটা দেশের৷ একই সঙ্গে বাম কংগ্রেস জোটও বিজেপি-কে কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, সেটাও দেখার৷

সব সর্বশেষ পড়ুন ত্রিপুরা বিধানসভা নির্বাচন 2023  এখানে খবর
Published by:Debamoy Ghosh
First published:

Tags: Tripura