হোম /খবর /দেশ /
SBI-LIC নিভে গেলে পেনশন, পিএফ-র টাকা কি ফেরত পাবেন?' ত্রিপুরা থেকে তোপ মমতার

Tripura assembly election 2023: 'SBI-LIC নিভে গেলে পেনশন, পিএফ-র টাকা কি ফেরত পাবেন?' ত্রিপুরা থেকে তোপ মমতার

ত্রিপুরা থেকে তোপ মমতার

ত্রিপুরা থেকে তোপ মমতার

Tripura assembly election 2023: 'বাজেট প্রসঙ্গ টেনেও এদিন কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • Share this:

আগরতলা: ত্রিপুরার সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বাজেট প্রসঙ্গ টেনেও এদিন কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "যেদিন এলআইসি নিভে যাবে, এসবিআই নিভে যাবে, আপনাদের টাকা ভবিষ্যতে জন্য কেউ পেনশন পাবেন, কেউ পিএফ পাবেন বলে রেখেছিলেন। সেই টাকাগুলো আর ফেরত পাবেন? নোটবন্দিতে কালো টাকা ফেরত এসেছে?"

 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দোলা সেন, সুস্মিতা দেবের গাড়ি ভেঙে দিয়েছিল। অভিষেক বন্দোপাধ্যায়ের উপর অত্যাচার হয়েছে। বুলেটপ্রুফ গাড়ি থাকায় সেবার তিনি বেঁচে গিয়েছিলেন। অভিষেক, সুস্মিতা সহ সবার নামে কেস করেছে। কেস তো সবার নামে হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের দেখা নেই৷ ওদের দেখা মেলে ভোট আসলেই। এখানে বাম-কংগ্রেস জোট হয়েছে। আর আমাদের রাজ্যে বাম-কংগ্রেস জোট বিজেপির সহযোগিতা করে। এখানে একজন কংগ্রেসের নেতা আছেন। যিনি ভোট আসলেই দল বদলান।"

বাংলার মুখ্যমন্ত্রী বলেন, "কী ডাবল ইঞ্জিন চালাবে এখানে? ফুড সাবসিডি বাজেটে কেটে নিলে কেন? রেশন ব্যবস্থা তুলে দেবে বলে। আয়কর ব্যবস্থা কি করেছে দেখেছেন? রাজনীতি ও ধর্ম আলাদা রাখি। কাল মাতাবাড়ি মন্দিরে গিয়েছিলাম। আগেও যা দেখেছিলাম এখনও তাই। যাও আমাদের দক্ষিণেশ্বর ও কালীঘাটে। দেখে আসো আমরা কি করে দিয়েছি। আর তোমরা একটা মাতাবাড়িকে সাজাতে পারো না। কেন্দ্রীয় সরকার কোনও সাহায্য করে না।"

আরও পড়ুন,  সকালে মমতার পদযাত্রা, বিকেলে যোগীর রোড শো! ভোট প্রচারে ত্রিপুরা জমজমাট

আরও পড়ুন, হঠাৎ ঢুকে পড়লেন 'রাধা-গোবিন্দ' মিষ্টির দোকানে! তারপর...? ত্রিপুরায় জনসংযোগে মমতা

মমতা বলেন, "এই সিপিএম-এই কংগ্রেস আর আগের মতো নেই। আমি আগেই বলেছিলাম সিপিএম, আসলে কংগ্রেসের বি টিম। আজ সেটাই প্রমাণ হচ্ছে। তৃণমূল কংগ্রেস তৈরি না হলে, বাংলায় বদল হত না। কেন্দ্রীয় সরকার আমাদের পয়সা দেয় না। আমাদের টাকা নিয়ে চলে যায়। যে দল ১০০ দিনের কাজের শ্রমিকদের টাকা দেয় না, তারা ভোট চায় কোন লজ্জায়।আমাদের ওখানে চাকরি দেওয়া হচ্ছে। কেউ কোনও ভুল করলে আইন তার ব্যবস্থা নেবে।"

Published by:Suvam Mukherjee
First published:

Tags: BJP, Mamata Banerjee, TMC, Tripura Assembly Election 2023