হোম /খবর /দেশ /
'মানুষ একঘেয়ে সরকার কাটাতে চেয়েছিল...' কোন ম্যাজিকে আগরতলা থেকে জয় সুদীপের?

Assembly Election 2023: 'মানুষ একঘেয়ে সরকার কাটাতে চেয়েছিল...' কোন ম্যাজিকে আগরতলা কেন্দ্র থেকে ফের জয় সুদীপের? 

কংগ্রেসের প্রার্থী সুদীপ

কংগ্রেসের প্রার্থী সুদীপ

Assembly Election 2023: একই সঙ্গে তিনি ভোটের আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন তিপ্রামোথা যদি ১০-১২ আসনে জিতে যান তাহলে অবাক হওয়ার কিছুই নেই। ভোটের ফল বেরোতেই দেখা গেল ১৩ আসনে জয়লাভ করেছে তিপ্রামোথা। 

  • Share this:

আগরতলা: ত্রিপুরা বিধানসভা ভোটে সরকার গঠন করতে পারেনি জোট। সংখ্যাগরিষ্ঠ আসন পায়নি জোট। যদিও ১৩ আসনে লড়ে, ৩ আসনে জয়লাভ করেছে কংগ্রেস। ত্রিপুরায় কংগ্রেসের সাংগঠনিক দায়িত্ব পালন করা তিন নেতাই জিতেছেন। এরই মধ্যে অবশ্য উল্লেখযোগ্য হলেন সুদীপ রায় বর্মণ।

লাগাতার আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে তিনি জিতেই আসছেন। ভোটে জয়ের পরে তিনি যেমন তার বিধানসভা কেন্দ্রের ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন, একই সঙ্গে উল্লেখ করেছেন, "কংগ্রেসের অস্তিত্বের কোনও সংকট নেই৷ মানুষের কথা ভাবতে ভাবতে আমরা চলি। অনেকেই কংগ্রেস ছেড়ে চলে যান, আবার কংগ্রেসে ফিরে আসেন৷ এর জ্বলন্ত উদাহরণ হলাম আমি৷ আমার কথা মিলিয়ে নেবেন, কংগ্রেসের ভোট যেটা চলে গিয়েছিল, সেটা আবার ফেরত আসবে। তিপ্রামোথার অবশ্যই নিজের আসন আছে৷ তারা সেখানে শক্তিশালী অবশ্যই।"

আরও পড়ুন- একুশে তিন নম্বরে, তেইশে একলাফে প্রথম ! কোন অঙ্কে সাগরদিঘি বাজিমাত কংগ্রেসের? শুরু জোর চর্চা

 তিনি উল্লেখ করেছেন, "আমার বিজেপিতে যাওয়ায় ভুল হয়নি। মানুষের চাহিদা, মানুষের চাপ ছিল। মানুষ একঘেয়েমি কাটাতে চেয়েছিল। আমি তাই গিয়েছিলাম। আমি যদিও বিধানসভায় দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে কথা বলেছি, সেই দলের সদস্য হয়েও। আমি মনে করেছিলাম আগে জোট হওয়া উচিত ছিল না। তবে আমি এখন খুশি৷ গোটা দেশে বিজেপির হাত থেকে গণতন্ত্র বাঁচাতে হবে। আমাদের রাজ্যে যেখানে সংবিধান ভেঙে পড়েছে সেটাকে এই জোট পুনরুদ্ধার করতে পারবে। মজার ব্যাপার হল, বামেদের ও কংগ্রেসের উভয়ের নীচু তলা থেকে চাপ ছিল, আমাদের এক হতে হবে। একা একা লড়াই করা যাবে না। এখানে নীচুতলার কর্মীদের মধ্যে একটা মিল আছে। যেটা পশ্চিমবাংলার ঠিক উলটো।আমি কখনও কমপ্রোমাইজ করিনি। আসলে রাজনীতি আমার সংসার চালায় না। আমার একটাই খারাপ স্বভাব আছে। আমার ধূমপান করার অভ্যাস আছে৷ আমার ইডি, সিবিআই, আয়কর নিয়ে ভয় নেই৷ আমার কী করবেন নরেন্দ্র মোদি? অনেকের আছে। অনেকেই টিকে আছে দুর্নীতিতে, অর্থে। তারাই সেই কারণে চলে গেছে। মানুষ একঘেয়ে সরকার কাটাতে চেয়েছিল। কংগ্রেস শীর্ষ নেতৃত্ব আমাদের ওপর আস্থা রাখে৷ ওরা মনে করে ত্রিপুরা ইউনিট যথেষ্ট কাজ করে৷ তবে হাতে সময় আছে, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আসতে পারেন লোকসভা ভোটের আগে।"

' ত্রিপুরায় তৃণমূলের ফল কেন খারাপ হল?' সুদীপের  উত্তর,  'মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলার অভিপ্রায় নেই৷ আমি বিজেপি করলেও আমি রাহুল-সনিয়া-প্রিয়াঙ্কার বিরুদ্ধে কথা বলিনি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাইয়ের মতো। তাঁর সঙ্গে রাজনীতি করেছি। একদিন হলেও ওই দলটা করেছি। আমার মতো দলবদলুকে নিতে ওরা প্রস্তুত হচ্ছিল। তবে আমি দিদির বিরুদ্ধে কোন কথা বলব না।' একই সঙ্গে তিনি ভোটের আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন তিপ্রামোথা, যদি ১০-১২ আসনে জিতে যান তাহলে অবাক হওয়ার কিছুই নেই। ভোটের ফল বেরোতেই দেখা গেল ১৩ আসনে জয়লাভ করেছে তিপ্রামোথা।

Published by:Rachana Majumder
First published:

Tags: Assembly Election 2023