আগরতলা: ত্রিপুরা বিধানসভা ভোটে সরকার গঠন করতে পারেনি জোট। সংখ্যাগরিষ্ঠ আসন পায়নি জোট। যদিও ১৩ আসনে লড়ে, ৩ আসনে জয়লাভ করেছে কংগ্রেস। ত্রিপুরায় কংগ্রেসের সাংগঠনিক দায়িত্ব পালন করা তিন নেতাই জিতেছেন। এরই মধ্যে অবশ্য উল্লেখযোগ্য হলেন সুদীপ রায় বর্মণ।
লাগাতার আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে তিনি জিতেই আসছেন। ভোটে জয়ের পরে তিনি যেমন তার বিধানসভা কেন্দ্রের ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন, একই সঙ্গে উল্লেখ করেছেন, "কংগ্রেসের অস্তিত্বের কোনও সংকট নেই৷ মানুষের কথা ভাবতে ভাবতে আমরা চলি। অনেকেই কংগ্রেস ছেড়ে চলে যান, আবার কংগ্রেসে ফিরে আসেন৷ এর জ্বলন্ত উদাহরণ হলাম আমি৷ আমার কথা মিলিয়ে নেবেন, কংগ্রেসের ভোট যেটা চলে গিয়েছিল, সেটা আবার ফেরত আসবে। তিপ্রামোথার অবশ্যই নিজের আসন আছে৷ তারা সেখানে শক্তিশালী অবশ্যই।"
' ত্রিপুরায় তৃণমূলের ফল কেন খারাপ হল?' সুদীপের উত্তর, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলার অভিপ্রায় নেই৷ আমি বিজেপি করলেও আমি রাহুল-সনিয়া-প্রিয়াঙ্কার বিরুদ্ধে কথা বলিনি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাইয়ের মতো। তাঁর সঙ্গে রাজনীতি করেছি। একদিন হলেও ওই দলটা করেছি। আমার মতো দলবদলুকে নিতে ওরা প্রস্তুত হচ্ছিল। তবে আমি দিদির বিরুদ্ধে কোন কথা বলব না।' একই সঙ্গে তিনি ভোটের আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন তিপ্রামোথা, যদি ১০-১২ আসনে জিতে যান তাহলে অবাক হওয়ার কিছুই নেই। ভোটের ফল বেরোতেই দেখা গেল ১৩ আসনে জয়লাভ করেছে তিপ্রামোথা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assembly Election 2023