আগরতলা: কয়েকদিন বাকি ত্রিপুরার বিধানসভা নির্বাচনের। তার আগেই দিনরাত প্রচার চালিয়ে যাচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
"ত্রিপুরা বিধানসভার আসন্ন নির্বাচনে খুবই ভাল ফল করবে ভারতীয় জনতা পার্টি। প্রত্যাশার চাইতেও অনেক বেশি আসন নিয়ে রেকর্ড ভোটে জয়ী হবেন বিজেপির প্রার্থীগণ। কারণ ভারতীয় জনতা পার্টি মানুষের কল্যাণে বিশ্বাস করেন। এই পার্টি আমজনতার পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিশায় কাজ করে চলছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার। তাই মানুষের আশীর্বাদ থাকবে এই দলের উপর।" ত্রিপুরার রাজধানীর গোয়ালাবস্তি এবং মাস্টারপাড়া এলাকায় পৃথক পৃথক জনসংযোগ কর্মসূচিতে গিয়ে এই আশার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
আসন্ন নির্বাচনে কংগ্রেস এবং সিপিএম শিবিরকে নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি। দিন বা রাত সবই এখন সমান তাঁর কাছে। কারণ সামনেই রয়েছে বিধানসভা ভোটযুদ্ধ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর ব্যস্ততাও একেবারে তুঙ্গে। এই নির্বাচনে নিজেও ভারতীয় জনতা পার্টির হেভিওয়েট প্রার্থী তিনি। প্রতিদ্বন্দ্বিতায় করছেন ৮ নং টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে। তাই নিজের নির্বাচনী কেন্দ্রে যেমন সময় দিচ্ছেন ঠিক তেমনি দলীয় প্রার্থীদের সমর্থনেও রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছেন।
সকালেও মুখ্যমন্ত্রী বড়জলা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ডা: দিলীপ দাসের সমর্থনে হাজির হন রাজধানীর গোয়ালাবস্তি এলাকায়। সেখানে বাড়ি বাড়ি প্রচারের সময়ে উপস্থিত থাকেন দলীয় প্রার্থী ডা: দিলীপ দাস সহ অন্যান্য কার্যকর্তাগন। জনসংযোগ কর্মসূচিতে মানুষের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। জেনে নেন তাদের সুবিধা অসুবিধার কথা। সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, "কংগ্রেসের লোক এখন সিপিএম পার্টি অফিস থেকে বের হয়। এ যেন অদ্ভুত এক পরিস্থিতি রাজ্যে। কিন্তু সাধারণ মানুষ নীতি-আদর্শহীন এধরণের অশুভ আঁতাত কোনভাবেই মেনে নেবেন না। কমিউনিস্ট-কংগ্রেস মুক্ত ত্রিপুরা গড়তে এবং রাজ্যজুড়ে চলমান উন্নয়নের প্রক্রিয়াকে আরও জোরদার করতে আগামী ১৬ ফেব্রুয়ারি পদ্মচিহ্নে ভোট দিন।"
আরও পড়ুন, জোরালো ভূমিকম্পে পর পর দু' বার কেঁপে উঠল তুরস্ক, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা
আরও পড়ুন, সংসদে বিরোধীরা এককাট্টা, প্রতিবাদও একসঙ্গে, তবে মুলতুবি নয়, আলোচনা চায় তৃণমূল
এরআগেও বিভিন্ন জন সমাবেশে কংগ্রেস সিপিএম দলের নীতি নিয়ে তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। সিপিএমকে খুন, সন্ত্রাসের পার্টি এবং কংগ্রেসকে উশৃঙ্খল পার্টি বলে উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপি সরকারের কাজকর্মে ভীষণ খুশি ত্রিপুরার বাসিন্দারা। যা আসন্ন নির্বাচনে প্রতিফলিত হবে। গোয়ালাবস্তির প্রচার কর্মসূচির পর মুখ্যমন্ত্রী নিজ বিধানসভা কেন্দ্র বড়দোয়ালির মাস্টারপাড়া এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, TMC, Tripura Assembly Election 2023