• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • তিন তালাক নিয়ে রাজনীতি না করে এগিয়ে আসুন, মুসলিম সমাজকে বার্তা প্রধানমন্ত্রীর

তিন তালাক নিয়ে রাজনীতি না করে এগিয়ে আসুন, মুসলিম সমাজকে বার্তা প্রধানমন্ত্রীর

তিন তালাক নিয়ে অযথা রাজনীতি করবেন না ৷ বরং নিজেদের মেয়েদের দুর্দশা ঘুচিয়ে ভবিষ্যতের উন্নতির জন্য এগিয়ে আসুন ৷

তিন তালাক নিয়ে অযথা রাজনীতি করবেন না ৷ বরং নিজেদের মেয়েদের দুর্দশা ঘুচিয়ে ভবিষ্যতের উন্নতির জন্য এগিয়ে আসুন ৷

তিন তালাক নিয়ে অযথা রাজনীতি করবেন না ৷ বরং নিজেদের মেয়েদের দুর্দশা ঘুচিয়ে ভবিষ্যতের উন্নতির জন্য এগিয়ে আসুন ৷

 • Share this:

  #নয়াদিল্লি: তিন তালাক নিয়ে অযথা রাজনীতি করবেন না ৷ বরং নিজেদের মেয়েদের দুর্দশা ঘুচিয়ে ভবিষ্যতের উন্নতির জন্য এগিয়ে আসুন ৷ শনিবার বাসব জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

  এদিন তিনি বলেন, ‘তিন তালাক নিয়ে রাজনীতি করবেন না ৷ মুসলিম সমাজকেও আমি বলছি ৷ মুসলিম মহিলাদের উপর যা চলছে ৷ তার বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান ৷’ একইসঙ্গে মোদি এও জানান, তাঁর বিশ্বাস সমাজের কোনও যুক্তিবাদী মানুষ নিশ্চয় এগিয়ে আসবেন এবং এই অমানবিক প্রথার অবসান ঘটাবেন ৷

  মুসলিম শরিয়ত আইনের ‘তিন তালাক’ বিধি ও ইউনিফর্ম সিভিল কোড নিয়ে দ্বন্দ্ব ও বিতর্ক বহু পুরনো ৷ শরিয়ত কানুন বিশেষজ্ঞদের মতে, শরিয়ত আইনের তালাক বিধি একটি সামাজিক ব্যবস্থা, যাকে সংবিধান ও আইন বৈধতা দিয়েছে ৷ কিন্তু এতে মুসলিম মহিলাদের প্রতি অবিচার করা হচ্ছে বলে বহুদিন ধরেই এমন দাবি উঠছে ৷

  আরও পড়ুন,

  দেড় বছরের মধ্যেই শেষ হবে ‘তিন তালাক’

  মোদি সরকার ক্ষমতায় আসার পর ও দলীয় স্তরে বিজেপি এই প্রথা নিষিদ্ধ করার জন্য সওয়াল করেন ৷ এই প্রচেষ্টায় মুসলিমদের ধর্মীয় স্বার্থে আঘাত করা হচ্ছে বলে প্রতিবাদ জানায় মুসলিম সমাজ ৷ একইসঙ্গে এই প্রথা নিষিদ্ধ করা হলে জোর করে রাজনীতির নামে শরিয়তের আইন বদলানো হলে তার পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারিও দেয় মুসলিম ল বোর্ড ৷

  সম্প্রতি ভুবনেশ্বরেও মোদি মুসলিম মহিলাদের সমর্থনে তিন তালাক প্রথার অবসানের কথা বলেছিলেন ৷ কোনও বিভেদ বিভাজন না রেখে সকলে যেন ন্যায়বিচার পায় সেটাই মূল লক্ষ্য হওয়ার বার্তা দিয়েছিলেন তিনি ৷ মুসমিল মহিলাদের উপর যেন কোনও অত্যাচার না হয়, তাদেরও ন্যায়বিচার দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি ৷

  First published: