#এলাহাবাদ: তিন তালাক প্রথাকে নিয়ে যখন দেশজুড়ে শোরগোল চলছে তখন ফের ফোনে মেসেজের মাধ্যমে তিন তালাক দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ হোয়াটসঅ্যাপ অডিও মেসেজ পাঠিয়ে তালাক দিয়েছেন স্বামী বলে জািয়েছেন এলাহাবাদের এক মহিলা ৷ বিদেশে থাকা স্বামীর কাছ থেকে এরকম মেসেজ পেয়ে পুলিশে গিয়ে অভিযোগ জানিয়েছেন মহিলা ৷
আট বছর আগে মহম্মদ আরিফ নামে এক যুবকের সঙ্গে মহিলার বিয়ে হয় ৷ কিন্তু বিয়ের পর থেকেই দু’জনের মধ্যে সমস্যা দেখা যায় ৷ এরপর কাজের জন্য ওমানে চলে যায় আরিফ ৷ এরপর থেকে প্রতিবছরই দেশে ফিরে এসে স্ত্রীর সঙ্গে দেখা করে যেতেন ওই ব্যক্তি। ওমানে ফিরে গিয়েও নিয়মিত টাকা পাঠাতেন। কিন্তু গত দেড় বছর ধরে টাকা পাঠানো বন্ধ করে দেয় আরিফ ৷ সম্প্রতি হোয়াটসঅ্যাপ অডিও মেসেজে তালাক দিয়ে দেন আরিফ ৷ মেসেজ পেয়ে মহিলা আরিফকে ফোন করতেই ফোনেও তিনি তিন তালাক দিয়ে দেন ৷ মহিলার অভিযোগের ভিত্তিতে সোহরাবের বিরুদ্ধে পারিবারিক হিংসা আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সংসদের শীতকালীন অধিবেশনে তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল পেশ করে কেন্দ্রীয় সরকার। লোকসভায় এসেছিল একতরফা জয়। রাজ্যসভায় সেটি পাশ হয়নি ৷ তিন তালাকের ক্ষেত্রে তিন বছর পর্যন্ত কারাদণ্ডের সংস্থান রাখা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Triple Talaq, Triple talaq on SMS