#নয়াদিল্লি: তিন তালাকের সাংবিধানিক বৈধতা নিয়ে আজ রায় দেবে সুপ্রিম কোর্ট। আজ বেলা সাড়ে দশটায় রায় দেবে শূর্ষ আদালত ।ছ’দিনের শুনানি শেষ করে এনিয়ে রায় দেবে শীর্ষ আদালত। তিন তালাক নিয়ে জমা পড়া পাঁচটি পৃথক রিট পিটিশনের ভিত্তিতেই গতকাল শুরু হয় শুনানি।
তিন তালাকের মতো প্রথায় সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত মহিলারা। মুসলিম মহিলাদেরও সাংবিধানিক রক্ষাকবচের অধিকার রয়েছে। সেই অধিকার পেতে নির্দেশ দিক আদালত -- আইনজীবী, মামলার আবেদনকারী
এটা আদালতের বিবেচ্য বিষয়ই নয়। সংবিধান কখনই ধর্মীয় আইনকে অবৈধ ঘোষণা করেনি। ধর্মীয় আইনের সঙ্গে সাংবিধানিক অধিকারের কোনও লড়াই থাকতে পারে না।-- কপিল সিবাল, আইনজীবী, এআইএমপিএলবি
তিন তালাকের অবসান চেয়ে আবেদন করেছিলেন মুসলিম মহিলা ও মানবাধিকার সংগঠন। এমনই ৫টি আবেদনের ভিত্তিতেই এই শুনানির সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। পাঁচটি আলাদা আলাদা বিশ্বাস এবং ধর্মমতের ৫ বিচারপতিকে নিয়ে তৈরি হয় সাংবিধানিক বেঞ্চ। কোন পথে মামলা চলবে তাও স্পষ্ট করে দেয় আদালত।
বহুবিবাহ নিয়ে কোনও বক্তব্যই শুনবে না আদালততিন তালাকের সাংবিধানিক বৈধতাই খতিয়ে দেখা হবেতিন তালাকে সংবিধানের ২৫(১) ধারা লঙ্ঘিত হয় কিনা, তাও খতিয়ে দেখবে আদালতমানবাধিকার লঙ্ঘনের অভিযোগও বিবেচনা করবে সাংবিধানিক বেঞ্চ
মুসলিম পার্সোনাল ল বোর্ড ছাড়াও তিন তালাকের পক্ষে সওয়াল করতে আদালতে ১৭টি আবেদন জমা পড়েছে।