#নয়াদিল্লি: লোকসভায় আগেই বিল পাশ হয়েছে৷ কিন্তু পরীক্ষা রাজ্যসভায়৷ আগের দফা রাজ্যসভায় সংখ্যার নিরিখে আটকে গিয়েছেল তিন তালাক বিল(Triple Talaq Bill)৷ এবার কী সেই বিল রাজ্যসভায় পাশ করতে পারবে বিজেপি সরকার? এখন তার দিকে নজর দেশবাসীর৷ ইতিমধ্যেই রাজ্যসভায় পেশ তিন তালাক বিল৷ বিল পেশ করেছেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷ বিলের পক্ষে জোরাল সওয়াল কেন্দ্রের৷ যদিও তিন তালাক বিল নিয়ে আপত্তি তুলেছে বিরোধীরা৷
আরও পড়ুনCafe Coffee Day Founder Siddhartha: আমি আর চাপ নিতে পারছি না, সিদ্ধার্থর গাড়িতে মিলল চিঠি
লোকসভায় বিল পাশের সময় পক্ষে ৩০৩টি ভোট পড়ে ৷ তিন তালাক বিলের বিপক্ষে ছিল ৮২টি ভোট ৷ ভোটাভুটিতে অংশ নেয়নি তৃণমূল ৷ ছিল না জেডিইউ, কংগ্রেস ৷ ভোটাভুটি শুরুর আগেই লোকসভায় ওয়াকআউট তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও জেডিইউয়ের৷ লোকসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকায় সহজেই পাস হয়েছে। তবে রাজ্যসভায় বিল পাস করাটাই চ্যালেঞ্জ মোদি সরকারের।