#নয়াদিল্লি:রাজ্যসভায় ভোটাভুটি পর্ব শেষে পাস হয়ে গেল তিন তালাক বিল । এই বিল পাস হওয়ার ফলে এবার ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে তাৎক্ষণিক তিন তালাক । আজ রাজ্যসভায় এই বিলের পক্ষে ৯৯ ভোট ও বিপক্ষে ৮৪টি ভোট পড়েছে ।
তাৎক্ষণিক তিন তালাক প্রক্রিয়াকে অপরাধ ঘোষণা করার দাবিতে তিন তালাক বিলের প্রস্তাব এনেছিল বিজেপি সরকার । ২০১৭ সালেই তাৎক্ষণিক তিন তালাককে অসাংবিধানিক ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট ।
যদিও ভোটাভুটির সময় উপস্থিত ছিলেন না একাধিক সাংসদ । ছিলেন না বিএসপি, টিআরএসের সাংসদরা। যদিও সংসদে আইনমন্ত্রী রবি শংকর প্রসাদ জানিয়েছিলেন মুসলমান মহিলাদের অধিকার রক্ষার্থেই এই বিলকে গুরুত্ব দিচ্ছে মোদি সরকার যদিও সেই দাবি নিয়ে আপত্তি তুলেছিল বিরোধীপক্ষ ।