#আমেরিকা: বোঝো কান্ড ! সদ্যই মুক্তি পেয়েছে 'দ্য লায়ন কিং'। এই ছবির থিম সং এখন বেশ জনপ্রিয় । সিম্বা কে নিয়ে মানুষের মধ্যে চরম উত্তেজনাও দেখা গিয়েছে। কিন্তু লায়ন কিং-য়ের থিম সং নিয়ে এই ভদ্ররলোক যা করলেন তা ভাবনার বাইরে। ট্রাভিস কিনলে (Travis Kinley) নামের সাইথ কারোলিনার এক যুবক একটি মজার ভিডিও পোস্ট করেন।
সেখানে এই যুবক লায়ন কিংয়ের থিম সং গাইতে শুরু করে। তাঁর পিছনে ছিল কতগুলি গাধা। তারা ঘাস খাচ্ছিল। গাধার যা কাজ তাই করছিল। কিন্তু যেই এই যুবক গানটা গাইতে শুরু করে ওমনি গাধা গুলি ঘাস খাওয়া বন্ধ করে সেলফি ক্যামেরার দিকে তাকিয়ে অবিকল এক সুরে গাইতে শুরু করলো। অবাক করা এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।