• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • কুম্ভমেলার ইতিহাসে এই প্রথম, থাকছে ‘‌কিন্নর আখাড়া’‌

কুম্ভমেলার ইতিহাসে এই প্রথম, থাকছে ‘‌কিন্নর আখাড়া’‌

File Photo

File Photo

 • Share this:

  #প্রয়াগরাজ: হাজার বছরের ইতিহাসে এমন ঘটনা আগে কস্মিনকালে ঘটেনি ৷ এ বার সেই ঘটনাই ঘটতে চলেছে কুম্ভমেলায় ৷ এই প্রথমবার এই প্রথমবার মেলা চত্বরে বসতে চলেছে 'কিন্নর আখড়া'। কুম্ভমেলায় যাওয়ার পরিকল্পনা থাকলে আপনিও একবার ঢুঁ মেরে আসতে পারেন সেই আখড়ায়। ইতিহাসের সাক্ষী হয়ে থাকার সুযোগ থাকবে।

  ওই আখড়ার সদস্য লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠী এই আখড়া সম্বন্ধে প্রাথমিকভাবে বললেন মাত্র পাঁচটি শব্দ। যা, প্রকৃতঅর্থেই অমোঘ। তা হল, যৌন পরিচয়ের ঊর্ধ্বে এই আখড়া। তিনি তারপর বলেন, "সমাজ যে আমাদের গ্রহণ করে নিচ্ছে ক্রমশ, এই ঘটনাই তার একটি বড় প্রমাণ। আমাদের স্রষ্টা আমাদের অন্তঃস্থলেই বিরাজ করছেন। আমরা মৃত্যুর পর তাঁর কাছেই চলে যাব। আমাদের দরজা সকলের জন্য খোলা"।

  যদিও, এতকিছুর পরেও তিনি এই কথাটিও মনে করিয়ে দিতে চান যে, যুদ্ধ এখনও সম্পূর্ণ হয়নি। তাঁর কথায়, "আমরা এখন সামাজিকভাবে আরও বেশি সামনে আসতে চাইছি। সংস্কৃতি, ধর্ম, শিল্পকলাই আমাদের সেই সামনে এগিয়ে আসার জরুরি মাধ্যম। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে চাই"। আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হয়ে কুম্ভমেলা চলবে ৪ মার্চ পর্যন্ত।

  First published: