ভয়ঙ্কর বিদ্যুৎ বিপর্যয় নেমে এল বাণিজ্য নগরীতে! বন্ধ ট্রেন পরিষেবাও
সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার আবেদন করেছেন খোদ বিগ বি অমিতাভ বচ্চন। তিনি একটি ট্যুইটে লিখেছেন, সারা শহর বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছে, আমি কোনওরকমে এই ট্যুইট করছি। আপনারা শান্তি বজায় রাখুন।
#মুম্বই:ভয়ানক বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়ল বাণিজ্যনগরী মুম্বই। মুম্বইয়ের বিশাল পরিমাণ এলাকা এদিন সকাল থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎতের আকাল দেখা দিয়েছে নবি মুম্বই, থানে সহ বেশ কিছু এলাকায়। সোশ্যাল মিডিয়ায় মুম্বইয়ের বাসিন্দারা জানিয়েছেন, কী প্রবল দুর্ভোগে পড়তে হয়েছে তাদের। একঘণ্টার মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কথা বললেও ক্ষোভ জমেছে সাধারণ মানুষের মধ্যে। শহরের ইলেকট্রিক সাপ্লাই বোর্ডের তরফে জানানো হয়েছে, টাটার ইলেকট্রিক সাপ্লাই ব্যাহত হওয়ার জেরেই এই বিদ্যুৎ বিপর্যয়।
Maharashtra: Mumbai suburban train services disrupted due to power outage after grid failure; visuals from Chhatrapati Shivaji Terminus.
বিদ্যুৎ বিপর্যয়ের জেরে বিপর্যস্ত মুম্বই শহরতলির ট্রেন পরিষেবা। বেশ কিছু স্টেশনে ট্রেন থেমে যাওয়ায় আটকে পড়েছেন যাত্রীরা। ট্রেন থেকে নেমে রেললাইন ধরে যাত্রীদের হেঁটে যাওয়ার ছবিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেনও। ওয়েস্টার্ন রেলওয়ের আওতায় থাকা চার্চ গেট থেকে ভাসাই রেলওয়ে স্টেশনের মধ্যে ট্রেন দাঁড়িয়ে পড়েছে সবই। সেন্ট্রাল রেলওয়ের আওতায় সিএসএমটি থেকে কল্যাণ পর্যন্ত ট্রেন দাড়িয়েছে। বৃহন্মুবাই মিউনিসিপ্যাল কর্পোরেশন একাধিক হেল্পলাইন চালু করেছে গোটা ঘটনার সঙ্গে মোকাবিলা করার জন্য। পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা বলা হয়েছে, এদিনের পরীক্ষা সব ১৮ তারিখ, রবিবার হবে। আপাতত এদিন স্নাতক ও স্নাতকোত্তরের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। মুম্বইয়ের প্রশাসনের পক্ষ থেকে ধৈর্য ধরতে বলা হয়েছে, দ্রুত এই সমস্যা দূর করার চেষ্টা করছে প্রশাসন।
T 3688 - Entire city in power outage .. somehow managing this message .. keep calm all shall be well ..
সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার আবেদন করেছেন খোদ বিগ বি অমিতাভ বচ্চন। তিনি একটি ট্যুইটে লিখেছেন, সারা শহর বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছে, আমি কোনওরকমে এই ট্যুইট করছি। আপনারা শান্তি বজায় রাখুন। এদিন একাধিক স্টেশনে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গিয়েছে, যেখানে ট্রেন বিদ্যুতের অভাবে দাঁড়িয়ে পড়েছে। মুম্বই সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকেও ট্যুইটে বলা হয়েছে সাধারণ মানুষ যেন ধৈর্য ধরে অপেক্ষা করেন। তবে গোটা ঘটনায় মহারাষ্ট্র সরকারকে তোপ দেগেছে বিরোধীরা। বিজেপির পক্ষ থেকে অমিত মালব্য ট্যুইট করে বলেছেন, ‘কোথায় পাওয়ার গ্রিড এক্সপার্টরা লুকিয়েছেন? প্রধানমন্ত্রীর প্রদীপ জ্বালাতে বলায় যাঁরা ঠাট্টা করেছিলেন, তাঁরা এবার উদ্ধব ঠাকরেকে পরামর্শ দেবেন না? মুম্বই তো একেবারে স্থির হয়ে গিয়েছে।’