#সুরাত: পরিয়ায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে শ্রমিকদের থেকে কোনও টাকা নেবে না রেল। এই ঘোষণার পরও সুরাতের পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে মাথাপিছু একশো থেকে দুশো টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকি স্টেশনে পৌঁছতেও গুণতে হচ্ছে বাড়তি টাকা। ২২ হাজার পরিযায়ী শ্রমিককে নিয়ে ইতিমধ্যেই আঠেরোটি ট্রেন বিভিন্ন রাজ্যে রওনা দিয়েছে। শ্রমিকদের থেকে কোনও ভাড়া না নেওয়ার কথা বলা হলেও, বাস্তব ছবিটা অন্যরকম সুরাতে। বাড়ি ফিরতে মাথাপিছু একশো থেকে দুশো টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ ভিনরাজ্যের শ্রমিকদের। পুরীর উদ্দ্যেশে রওনা দেওয়া সাতশো দশ জন শ্রমিকের থেকে নশো টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। বিহার ও ঝাড়খণ্ডের শ্রমিকদের থেকেও টাকা নেওয়া হয় বলেও জানা গিয়েছে। তবে শুধু ট্রেনে যাত্রার জন্যই নয়, স্টেশন পৌঁছতেও দিতে হচ্ছে বাড়তি টাকা।তবে, রেলের নাম করে পুরো টাকাই যাচ্ছে পরিযায়ী শ্রমিকদের নেতার পকেটে। সব জেনে শুনে চুপ প্রশাসন।