#নয়াদিল্লি: খেলতে খেলতে তিনতলা থেকে পড়ে নীচে পড়ে গিয়েছিল দেড় বছরের শিশু । চিকিৎসা পেতে একাধিক সরকারি এবং বেসরকারি হাসপাতালে ঘুরতে হল অসহায় পরিবারকে । ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার দাধা গ্রামে ।
শিশুটির বাবার অভিযোগ, আহত সন্তানকে নিয়ে বুধবার সকাল থেকে তাঁদের অন্তত ছ'টি হাসপাতালে ঘুরতে হয় সামান্য চিকিৎসার জন্য । শেষ পর্যন্ত দিল্লির একটি সরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয় তাকে । বর্তমানে শিশুটির অবস্থা স্থিতিশীল । যদিও শিশুটির পরিবারের দায়ের করা অভিযোগ ভিত্তিতে গৌতমবুদ্ধ নগরের প্রশাসন জানিয়েছে , শিশুটির চিকিৎসার জন্য অন্তত ছ'টি হাসপাতাল থেকে ফেরানো হয়েছে । তারমধ্যে চারটি গ্রেটার নয়ডার , একটি নয়ডার । শেষ পর্যন্ত তাকে সফডরজং হাসপাতালে ভর্তি করা হয় ।
বছর দেড়েকের দেবের বাবা রোশনের দাবি, ছেলে পড়ে যাওয়ার প্রেই তিনি তাকে প্রিথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে পাঠান হয় নয়ডা জেলা হাসপাতালে । কিন্তু নয়ডার হাসপাতালের দূরত্ব বেশি হওয়ায় তিনি ছেলের চিকিৎসায় দেরী হোক তা চাননি । ফলে নিয়ে যান গ্রেটার নয়ডার বেসরকারি আইভরি হাসপাতালে । সেখানে ক্রমান্বয়ে আরও চার্টই হাসপাতালে পাঠান হয় ।
গৌতম বুদ্ধ নগরের ডেপুটি কালেক্টর জানান, ঘটনার কথা শুনে তিনি শিশুটির বাবার সঙ্গে কথা বলেছেন তিনি । গ্রেটার নয়ডার হাসপাতাল গুলিতে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় শিশুটিকে স্থানান্তর করা হয়েছিল বলেই প্রাথমিক কথাবার্তায় অনুমান । তবে ঘটনার তদন্ত চলছে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।