#পটনা: বিহারে তিন দফা ভোট শেষ হতেই দেশজুড়ে জল্পনা শুরু হয়েছে, প্রশ্ন একটাই কে বসবে মসনদে। বেশির ভাগ সমীক্ষাই এগিয়ে রাখছে আরজেডি-কংগ্রেস ও বামেদের জোটকে। কিন্তু সমস্ত সমীক্ষাকে এক পাশে সরিয়ে রেখে চাণক্য বুথ ফেরত সমীক্ষা দেখলে চমকাতে হবেই। এই অনুমান যদি সত্যি হয়, তবে মহাগঠবন্ধনের সৌজন্য ধস নামতে চলেছ এনডিএ শিবিরে।
চাণক্য সমীক্ষা বলছে,১৮০ টি আসন তথা দুই তৃতীয়াশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে আরজেডি-বাম কগ্রেস জোট। আর বিজেপি জেডিইউ মিলে পেতে পারে ৫৫টি আসন।
আজই শেষ হয়েছে বিহারের তিন দফার বিধানসভা নির্বাচন। ভোটপর্ব থেকেই গুঞ্জন চলছিল করোনা পর্বে নীতীশের প্রশাসনিক ব্যর্থতাই গদি উল্টে দিতে পারবে। সে দিক থেকে বিহারে এনডিএ বিরোধীর ভূমিকা পালন করতে বাধ্য় হবে আগামী ৫ বছর। কর্মসংস্থানকে ইস্যু করে জনপ্রিয় হয়ে ওঠা তেজস্বী পেতে পারেন রাজ্যচালনার ভার।
ভোট শেষ হতেই দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিলেও বহু পোলই তেজস্বীকে এগিয়ে রাখছে। চাণক্য বলছে, ৬৩ শতাংশ ভোটদাতাই বেছে নিয়েছে বিরোধী জোটকে। এর মধ্যে আবার ৩৫ শতাংশ ভোট এসেছে কর্মসংস্থান ইস্যুতে, দুর্নীতি ইস্যুতে ভোট এসেছে ১৯ শতাংশ, উন্নয়ন ইস্যুতে ভোট এসেছে ২৮ শতাংশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bihar Election 2020