• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • RBI : এক বছরে ৮.৪৬ মেট্রিক টন সোনা কিনেছে রিজার্ভ ব্যাঙ্ক, সমীক্ষায় প্রকাশ

RBI : এক বছরে ৮.৪৬ মেট্রিক টন সোনা কিনেছে রিজার্ভ ব্যাঙ্ক, সমীক্ষায় প্রকাশ

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আরবিআইয়ের এই সিদ্ধান্ত অর্থনৈতিক মহল মনে করছে সোনা কেনার ফলেই দেশের আর্থিক ভিত মজবুত হবে

 • Share this:

  #নয়াদিল্লি: প্রায় ১০ বছরে এই প্রথম রিজার্ভ ব্যাঙ্ক বিপুল পরিমাণে সোনা কিনেছে ৷ আরবিআইয়ের এই পদক্ষেপের মাধ্যমে বুঝতে পারা যাচ্ছে আগামী দিনে সোনার চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দাম বাড়ারও আশঙ্কা করা হচ্ছে ৷ ইকনোমিক্স টাইমসের একটি সমীক্ষায় আরবিআই ৮.৪৬ মেট্রিকটন সোনা কিনেছে ৷ রিজার্ভ ব্যাঙ্কের বার্ষিক একটি রিপোর্টে জানা গিয়েছে ৫৬৬.২৩ মেট্রিক টন সোনা এখনও পর্যন্ত আরবিআই-এ মজুত রয়েছে ৷ এর আগে আরবিআই ২০০৯ সালের নভেম্বরে ২০০ মেট্রিক টন সোনা কিনেছিল ৷

  ৯ বছরের থেকেও বেশি সময়ে রিজার্ভ ব্যাঙ্কের সোনার মজুত পরামাণ ৫৫৬.৭৫ মেট্রিক টন ৷ ২০১৭ সলের ডিসেম্বরের পর ফের সোনা কেনার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ৷ ৩০ জুন ২০১৮ সূচক অনুযায়ী ৫৬৬.২৩ মেট্রিকটন সোনার দাম ছিল ৷ তবে আরবিআইয়ের সোনা কেনার সিদ্ধান্তকে কুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

  আরবিআইয়ের এই সিদ্ধান্ত অর্থনৈতিক মহল মনে করছে সোনা কেনার ফলেই দেশের আর্থিক ভিত মজবুত হবে ৷ বিভিন্ন ক্ষেত্রে সোনার বন্ড বা সোনার পরিবর্তে ঋণের ক্ষেত্রেও আর্থিক ব্যবস্থাকে দৃঢ় করবে ৷

  First published: