হোম /খবর /দেশ /
কাদের ফোনে আড়ি, মোদি সরকার কি পেগেসাস প্রযুক্তি কিনেছে? প্রশ্ন মহুয়ার

Mahua Moitra on phone tapping: কাদের ফোনে আড়ি, মোদি সরকার কি পেগেসাস প্রযুক্তি কিনেছে? প্রশ্ন মহুয়ার

মহুয়া মৈত্র৷ Photo : File Photo

মহুয়া মৈত্র৷ Photo : File Photo

মহুয়া মৈত্রও অভিযোগ করেন, ফোনে আড়ি পাতা বিতর্ক নিয়ে সোমবার তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদে যে দাবি করেছেন, তা সম্পূর্ণ মিথ্যে৷

  • Last Updated :
  • Share this:

#দিল্লি: পেগাসাস বিতর্কে সরকার নিজের অবস্থান স্পষ্ট না করলে সংসদের কোনও কক্ষেই অন্য কোনও আলোচনা করতে দেবে না তৃণমূল কংগ্রেস৷ এ দিন স্পষ্ট করে তা জানিয়ে দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন৷ একই সঙ্গে কৃষক আইন প্রত্যাহার করারও দাবি জানিয়েছেন ডেরেক৷ ফোনে আড়ি পাতা বিতর্কে এ দিনও প্রবল হইহট্টগোলে সংসদের দুই কক্ষের অধিবেশনই মুলতবি হয়ে যায়৷

একই সঙ্গে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র মোদি সরকারের কাছে জানতে চেয়েছেন, সত্যিই কেন্দ্রীয় সরকার পেগেসাস প্রযুক্তি কিনেছে কিনা? ফোনে সত্যিই আড়ি পাতা হলে কারা এর শিকার, সেই তালিকাও প্রকাশ করার দাবি জানান তিনি৷ কতদিন এই আড়ি পাতা চলেছে, সেই সময়সীমাও প্রকাশের দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ৷

ডেরেক বলেন, 'আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে আড়ি পাতলেন৷ তৃণমূলকে বেকায়দায় ফেলতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিলেন৷ বিপুল খরচ করলেন, সব এজেন্সিকে লাগিয়ে দিলেন৷ তার পরেও ভোটে হারতে হল৷ '

আর এক তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেন, ফোনে আড়ি পাতা বিতর্ক নিয়ে সোমবার তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদে যে দাবি করেছেন, তা সম্পূর্ণ মিথ্যে৷ কৃষ্ণনগরের সাংসদ অভিযোগ করেন, ২০১৯ সালেই আরটিআই-এর জবাবে হোয়াটসঅ্যাপের তরফে সরকারি ভাবেই স্বীকার করা হয়েছিল যে তাদের পেগেসাস ব্যবহার করে তাদের সিস্টেম হ্যাক করা হয়েছে৷ ফলে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী যে দাবি করেছেন, তা ঠিক নয়৷ তিনি আরও দাবি করেন, যে তিনশো জনের ফোন নম্বরকে ট্যাপ করার জন্য টার্গেট করা হয়েছিল বলে অভিযোগ, তাঁদের মধ্যেকুড়ি জনের ফোন পরীক্ষা করে দেখে আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'দ্য ওয়্যার'৷ এর মধ্যে দশটি ফোনেই পেগেসাসের উপস্থিতির প্রমাণ মিলেছে৷ তার মধ্যে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের ফোনও রয়েছে বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ৷ মহুয়া বলেন, এর থেকেই প্রমাণিত হয় যে ফোনে আড়ি পাতার অভিযোগের যথেষ্ট সত্যতা রয়েছে৷

একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ৷ তিনি জানতে চেয়েছেন, কাদের ফোনে আড়ি পাতা হয়েছিল? এখনও এই নম্বরগুলিতে আড়ি পাতা হচ্ছে কি না এবং সত্যিই কেন্দ্রীয় সরকারের কোনও দফতরের মাধ্যমে পেগেসাস প্রযুক্তি কেনা হয়েছিল কি না৷

প্রসঙ্গত, সোমবারই 'দ্য ওয়্যার' দাবি করে, ফোন ট্যাপ করার জন্য যাঁদেরকে নিশানা করা হয়েছিল, তাঁদের মধ্যে ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোট কুশলী প্রশান্ত কিশোরও৷ তবে ফোন ট্যাপের অভিযোগ সঠিক নয় বলেই সোমবার দাবি করেছিলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ যদিও যে তিনশোটি নম্বরে আড়ি পাতা হয়েছিল বলে অভিযোগ, তার মধ্যে অশ্বিনী বৈষ্ণবের ফোনও ছিল বলেই জানা গিয়েছে৷

Published by:Debamoy Ghosh
First published: