হোম /খবর /দেশ /
‘তেলা মাথায় তেল দিতে পছন্দ করে মোদি সরকার’, বাজেট নিয়ে কেন্দ্রকে আক্রমণে তৃণমূল

Union Budget 2023: ‘তেলা মাথায় তেল দিতে পছন্দ করে মোদি সরকার’, বাজেটের আগে কেন্দ্রকে আক্রমণ তৃণমূলের

ফাইল ছবি

ফাইল ছবি

Union Budget 2023: বিজেপি জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, কে,কী বলছেন, তা নিয়ে কারও মাথাব্যথা নেই। বিরোধীরা আছেন কোথায়।

  • Share this:

নয়াদিল্লি:  তেলা মাথায় তেল দিতে পছন্দ করে মোদি সরকার। বাজেট প্রত্যাশা নিয়ে মন্তব্য তৃণমূলের রাজ্যসভার মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায়ের। তিনি জানান, বাজেটে এই সরকারের কাছে তাঁদের প্রত্যাশা খুব কম। তাঁর অভিযোগ, উচ্চবিত্তদের জন্যই বাজেট করে এই সরকার। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি ক্ষেত্রে যে পরিমাণ বাজেট বরাদ্দ করা উচিত, তা করা হয় না।

সুখেন্দুর দাবি, এর ফলে করোনাকালে দেখা গিয়েছে গরিব মানুষ আরও গরিব হয়েছে, ধনী মানুষ আরও ধনী হয়েছেন। যা পৃথিবীর ইতিহাসে বিরল।বাজেট নিয়ে প্রশ্নের জবাবে, সুখেন্দুশেখর রায় বলেছেন, "সরকারের উচিত যে সমস্ত সরকারি কর্মসূচিগুলো চালু রয়েছে সেগুলিকে আরও জোরদার করে সাধারণ মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া হয়।। এ ছাড়া যারা মধ্যবিত্ত করদাতা, তাঁদের কথাও ভাবা উচিত, শিল্পপতিদের কর ছাড় যেমন দেওয়া হয়, তাঁরা যেমন সুবিধা পান, সাধারণ মানুষের কথাও ভেবে জনমুখী বাজেট করা উচিত।"

আরও পড়ুন: ৪২ আসনে বিধানসভা ভোটে ত্রিপুরায় লড়াই করতে চলেছে তিপ্রামোথা

আরও পড়ুন: এবারের ভোটে ত্রিপুরার 'কিং'-ই হয়ে উঠতে পারেন অন্যতম 'কিং মেকার'। ব্যাপারটা কী?

এদিন সকালে সংসদে পেশ হয় অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট। সে প্রসঙ্গে সুখেন্দু বলেন, অর্থনৈতিক বৃদ্ধি ৬.২ হয়েছে বলে দাবি করা হচ্ছে। প্রতিবার সমীক্ষায় এইরকম তথ্য দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার এক কথা বলে। আইএমএফ এক কথা বলে এবংব্যাঙ্ক রিজার্ভ  এক কথা বলে। তারপর দেখা যায় প্রত্যেকটি এজেন্সি তাঁদের দেওয়া তথ্য রিভাইজ করে। তখন দেখা যায় আর্থিক বৃদ্ধির হার কমতির দিকে। তিনি বলেন, "আর্থিক বৃদ্ধির হার ৬.২ হবে বলে যাঁরা দাবি করছেন, তাঁরা গজদন্ত মিনারে বসে এগুলো তৈরি করেছেন। বাস্তবের সঙ্গে তার কোন মিল নেই। এরপরেও যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয় যে ৬.২ হারে জিডিপি বৃদ্ধি হবে, সেক্ষেত্রেও তার সরাসরি প্রভাব সাধারণ মানুষের উপর পড়বে না।"

অন্য দিকে বিজেপি জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "কে,কী বলছেন, তা নিয়ে কারও মাথাব্যথা নেই। বিরোধীরা আছেন কোথায়। প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ অনুভব করছে কিনা যে, জিডিপি এগোচ্ছে, দেশ এগোচ্ছে।" তিনি বলেন, "মোদিজির কথায় বিশ্বাস রয়েছে মানুষের। কারণ এত কঠিন সময়েও ৫০ লক্ষ মানুষকে গত আড়াই বছর ধরে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে।  আরও এক বছর দেওয়া হবে। আশেপাশের দেশগুলোতে যখন আড়াইশো টাকা লিটার পেট্রোল, তখন এদেশে ১০০ টাকা লিটারে বেঁধে রেখেছেন। সাধারণ মানুষ বিশ্বাস করে। সমীক্ষা এসেছে, অর্থনৈতিক বৃদ্ধি তার চেয়ে ভাল হবে।"

RAJIB CHAKRABORTY

Published by:Uddalak B
First published:

Tags: Union Budget 2023