#কলকাতা: কেন্দ্রের জেদের কারণেই টাকা পাচ্ছেন না রাজ্যের কৃষকরা, প্রধানমন্ত্রী মোদির বক্তব্যের পাল্টা জানিয়ে দিলেন তৃণমূল নেতা, সাংসদ সৌগত রায়৷ শুক্রবার দেশের কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে বাংলার ৭০ লক্ষ কৃষক বছরে ৬ হাজার টাকার কেন্দ্রীয় সাহায্য থেকে বঞ্চিত হচ্ছেন৷ রাজনৈতিক কারণেই কৃষকদের এই সুবিধে থেকে বঞ্চিত করছে পশ্চিমবঙ্গ সরকার৷ মোদির এই অভিযোগ যে সম্পূর্ণ ভিত্তিহীন তা তথ্য দিয়ে প্রমাণ করেছেন সৌগত রায়৷ তিনি জানান যে, রাজ্যে কৃষকদের আয় তিন গুণ হয়েছে৷ যা গোটা দেশে এখনও দ্বিগুণও হয়নি৷ রাজ্য একর প্রতি কৃষকদের পাঁচ হাজার টাকা দেয় বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ৷
এই প্রসঙ্গে সৌগত রায় বলেন যে রাজ্য সরকারের মাধ্যমে এই টাকা দিলেই প্রকল্প চালু হয়ে যাবে৷ সরাসরি কৃষকদের দেওয়া যাবে না৷ অন্যদিকে তৃণমূল সাংসদ সৌগত রায় অবশ্য দাবি করেছেন, বামেদের প্রতি তারা নিজেদের মনোভাব বদলাচ্ছেন না৷ তিনি বলেন, 'বামেদের সঙ্গে আমাদের মতবিরোধ আছে৷ কিন্তু কৃষক আন্দোলনে অনেক আগে থেকে আমাদের সমর্থন আছে৷ বামেরাও সমর্থন করছে৷ অন্য বিষয়ে বামেদের সঙ্গে মতবিরোধ থাকলেও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, কৃষক আন্দোলন নিয়ে একসঙ্গে কথা বলতে আপত্তি নেই৷ এ ভাবে কৃষক আন্দোলনে চিড় ধরানো যাবে না৷'
রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে সচেতন ভাবেই রাজ্যে তৃণমূলের সঙ্গে বামেদের ঘনিষ্ঠতার বিষয়টি প্রধানমন্ত্রী তুলে ধরতে চাইলেন বলে মত রাজনৈতিক মহলের৷ রাজ্যের কৃষকদের সহানুভূতি আদায় করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়াতেই এমন কৌশলী চাল দিলেন বলেই মনে করা হচ্ছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Narendra Modi, Sougata Roy