#দিল্লি: জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দলের সাক্ষাতকে ঘিরে তৈরি হল বাদানুবাদ৷ তৃণমূল প্রতিনিধিদের দাবি শুনে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরুণ মিশ্র রেগে যান বলে খবর৷ সংস্থার এক আধিকারিকের সঙ্গে তৃণমূল সাংসদ দোলা সেন বচসায় জড়িয়ে পড়েন বলেও খবর৷
উত্তর প্রদেশের প্রয়াগরাজে একই পরিবারের পাঁচ সদস্যকে হত্যার ঘটনায় এ দিন জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয় তৃণমূলের প্রতিনিধিরা৷ বিষয়টি নিয়ে আগেই চিঠি দেওয়া হয়েছিল তৃণমূলের তরফে৷
আরও পড়ুন: এই কারণগুলির জন্যই কংগ্রেস-প্রশান্ত কিশোর 'বিচ্ছেদ'! কী এমন চেয়েছিলেন এই ভোটকুশলী?
তৃণমূল সাংসদ দোলা সেনের দাবি, তাঁরা কলকাতা থেকে এসেছেন শুনেই এনএইচআরসি-র এক আধিকারিক বাংলায় অনেক হিংসার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন৷ ফলে তাঁরা উত্তর প্রদেশ নিয়ে কেন জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ চাইছেন, ওই আধিকারিক সেই প্রশ্নও তোলেন৷ ওই আধিকারিকের এই আচরণের তীব্র প্রতিবাদ করেন দোলা সেন৷
আরও পড়ুন: 'গরমের ছুটি এগিয়ে পড়াশোনা লাটে তোলার চক্রান্ত' মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে কটাক্ষ দিলীপের
বাংলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলায় পাল্টা সরব হন তৃণমূলের সাকেত গোখেলও৷ ত্রিপুরা এবং অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে কেন জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করছে না, সেই প্রশ্ন তোলেন তিনি৷ এতেই নাকি অত্যন্ত রেগে যান সংস্থার চেয়ারম্যান অরুণ মিশ্র৷ সঙ্গে সঙ্গে নাকি নিজের সচিবকে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীকে ফোন করার নির্দেশ দেন৷ শেষ পর্যন্ত অবশ্য পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের সঙ্গে অরুণ মিশ্রের কথা হয়নি৷
সূত্রের খবর, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কেন সংবাদমাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন নিয়ে বিরূপ মন্তব্য করছেন, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অরুণ মিশ্র৷ এই সংক্রান্ত ফাইলও তৃণমূল প্রতিনিধি দলের সামনেই চেয়ে পাঠান তিনি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।