#কাশীপুর: নন্দীগ্রামে তাঁর সভায় তাল কেটেছিল। তারপর পুরুলিয়ার কাশীপুরেও শুভেন্দু অধিকারীর সভায় বিক্ষোভ দেখা গলে। সূত্রের খবর, কাশীপুরের এদিনের সভায় তৃণমূলের পতাকা হাতে কয়েকজনকে ঢুকে পড়তে দেখা যায়। এছাড়াও ঢুকে পড়ে একটি গাড়িও। এই গাড়িটিকে ঘিরেই ধুন্ধুমার বেঁধে যায়। ধীরে ধীরে আবার সভার রাশ ধরেন শুভেন্দু।
শুভেন্দু বলেন, "আমি অবাক হয়ে গেলাম পুলিশের অনুমতি নিয়ে এই সভা, তারপরেও কোনও পুলিশ নেই কেন। এই ঘটনার জন্য তিনি সরাসরি কাঠগড়ায় তোলেন পুলিশকে।" শুভেন্দুর যুক্তি এরপরে তৃণমূলের পোলিং এজেন্ট দেওয়ার লোকও এর পরে থাকবে না। ডায়মন্ডহারবার থেকে বদলি হওয়া এক পুলিশকর্তার দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি। তাঁর কথায়, মিটিংয়ের বহর দেখে বিজেপির মাথা ঘুরে গিয়েছে।
এদিন সভা শুরুর আগে একটি রোড শো করেন শুভেন্দু অধিকারী। রাজবাড়ী মোড় থেক হাট মোড়ে এই মিছিল হয়।তারপরে পখথসভা শুরু করতেই এই সমস্যার মুখে পড়েন শুভেন্দু।