হোম /খবর /দেশ /
সংসদীয় গণতন্ত্রের রীতি মানছে না কেন্দ্র, সর্বদল বৈঠকে মারাত্মক অভিযোগ তৃণমূলের

TMC on Parliamentary Affairs: সংসদীয় গণতন্ত্রের রীতি মানছে না কেন্দ্র, সর্বদল বৈঠকে মারাত্মক অভিযোগ তৃণমূলের।

সংসদে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের

সংসদে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের

TMC on Parliamentary Affairs: চিন নিয়েও আলোচনার দাবি জানায় তৃণমূল-সহ অন্যান্য বিরোধী দলগুলি।

  • Share this:

নয়াদিল্লি: সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি মেনে চলছে না বিজেপি। বাজেট অধিবেশনের আগেরদিন সংসদ বিষয়ক মন্ত্রীর ডাকা বৈঠকে অভিযোগ করল তৃণমূল। আজ সোমবার সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে সর্বদল বৈঠকে তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সুখেন্দুশেখর রায়। সেখানেই তৃণমূলের তরফে একাধিক দাবি তোলা হয়।

তৃণমূলের বক্তব্য, সংসদ বিরোধীদের বক্তব্য রাখার মঞ্চ। এই বিষয়টিকে মাথায় রাখতে হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, সংসদ শুরুর আগে সর্বদল বৈঠকে আলোচিত বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয় না। এমনকি উপদেষ্টা কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্তকে মেনে চলা হয় না বলে অভিযোগ করেন তিনি। এদিন তৃণমূলের তরফে মহিলা সংরক্ষণ বিল আনার দাবি তোলা হয়। জোড়া ফুল শিবিরের সেই দাবিতে সমর্থন জানিয়েছে অন্যান্য দলগুলি। বিজেডির তরফে জানানো হয়েছে, মহিলা সংরক্ষণ বিল আনার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করা হবে তাদের তরফে।

আরও পড়ুন, সকাল থেকেই কলকাতায় শিরশিরে ঠান্ডা ফেরত, রাজ্যে রাজ্যে জারি বৃষ্টির অ্যালার্ট

আরও পড়ুন, ‘আমরা চ্যাম্পিয়ন হয়েছি এখনও বিশ্বাসই হচ্ছে না...’, বললেন ফাইনালের সেরা তিতাস

এর জন্য সম মনোভাবাপন্ন দলগুলির সঙ্গে কথা বলবে ওড়িশার শাসক দল। সুদীপ বন্দ্যোপাধ্যায় বৈঠকে দাবি জানান, বেকারত্ব নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হোক। তাঁর দাবি এখনও পর্যন্ত সংসদে বেকারত্ব নিয়ে কোনও আলোচনা হয়নি। এ ছাড়াও বিবিসির তথ্যচিত্র, মূল্যবৃদ্ধির মতো বিষয়গুলি নিয়ে আলোচনার দাবি জানায় তৃণমূল।

 

চিন নিয়েও আলোচনার দাবি জানায় তৃণমূল-সহ অন্যান্য বিরোধী দলগুলি। যদিও বৈঠকে উপস্থিত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, চিন বা পাকিস্তানের মতো স্পর্শকাতর প্রতিরক্ষা ইস্যুতে সংসদে কোনও আলোচনা করা হবে না। তিনি জানিয়েছেন, সীমান্তে ভাল কাজ করছেন সেনা জওয়ানরা। তবে বিরোধীদের মতামতকে গুরুত্ব দিয়ে আলোচনা করার প্রতিশ্রুতি দেন রাজনাথ সিং। এদিনের বৈঠকে উপস্থিত ছিল না কংগ্রেস।

বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, আলোচনায় প্রস্তুত কেন্দ্রীয় সরকার। তিনি জানান, এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ২৭টি দলের ৩৭ জন নেতা। তবে এবারের সংসদের অধিবেশনে বিবিসির তথ্যচিত্র এবং চিন গুরুত্বপূর্ণ ইস্যু হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

রাজীব চক্রবর্তী

Published by:Uddalak B
First published:

Tags: BJP, TMC