হোম /খবর /দেশ /
পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে অবরুদ্ধ করেছে মোদি সরকার, অভিযোগ তৃণমূলের, জবাব দিলীপের

পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে অবরুদ্ধ করেছে মোদি সরকার, অভিযোগ তৃণমূলের, পাল্টা দিলেন দিলীপ

কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করল তৃণমূল

কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করল তৃণমূল

তবে বিজেপি নেতা দিলীপ ঘোষের দাবি, বাংলাকে টাকা দিলে তার অপচয় হয়।

  • Share this:

নয়াদিল্লি:  বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণের অভিযোগে সরব তৃণমূল। আজ বাজেট অধিবেশনের প্রথম দিনে তৃণমূলের রাজ্যসভার মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায় অভিযোগ করেন, বাংলায় অর্থনৈতিক অবরোধ চালাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকার। তাঁর অভিযোগ, গরিব মানুষ যারা শ্রমদান করেছেন বিশেষত প্রকল্পে গত এক বছর ধরে তাঁরা মজুরি পাচ্ছেন না। সুখেন্দু বলেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দুর্নীতি হয়েছে, ভুয়ো জবকার্ড হয়েছে। অথচ কেন্দ্রীয় সরকার যে যে বিষয়গুলি উল্লেখ করেছে সেগুলি সংশোধন করা হয়েছে।

নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে সুখেন্দুশেখর রায় বলেছেন, "কেন্দ্র বলছে, দুর্নীতি হয়েছে, ভুয়ো জবকার্ড হয়েছে। অথচ কেন্দ্রীয় সরকার যে যে বিষয়গুলি উল্লেখ করেছে সেগুলি সংশোধন করেছি আমরা‌। ভুয়ো জবকার্ডে এক নম্বরে রয়েছে উত্তর প্রদেশ।। দু’নম্বরে মধ্যপ্রদেশ। তিন নম্বরে গুজরাত। যেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য। সবগুলো বিজেপি-শাসিত রাজ্য। কিন্তু সেখানে তো কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে না।" তিনি বলেন, "বিজেপি শাসিত এই সমস্ত রাজ্যগুলোতে তো টাকা আটকে রাখা হচ্ছে না। সুতরাং বাংলা বিরোধী একটা সরকার চলছে। যেহেতু ওরা দামামা বাজিয়ে ‘অবকি বার ২০০ পার’ স্লোগান দিয়েছিলেন, কিন্তু তা ব্যর্থ হয়েছে। এই কারণেই রাজনৈতিক প্রতিহিংসা করা হচ্ছে।

আরও পড়ুন: ৪২ আসনে বিধানসভা ভোটে ত্রিপুরায় লড়াই করতে চলেছে তিপ্রামোথা

আরও পড়ুন: এবারের ভোটে ত্রিপুরার 'কিং'-ই হয়ে উঠতে পারেন অন্যতম 'কিং মেকার'। ব্যাপারটা কী?

তবে বিজেপি নেতা দিলীপ ঘোষের দাবি, বাংলাকে টাকা দিলে তার অপচয় হয়। তিনি বলেন, "সিএজি রিপোর্ট এসেছে দু-লক্ষ ৩০ হাজার কোটি টাকার হিসাব নেই। এটা কার বাপের টাকা ? কেন্দ্র টাকা দিয়েছে, সেই টাকা খরচ করেছে নাকি লুঠ করেছে কেউ জানে না। তাই তদন্তের জন্য কেন্দ্র দল পাঠিয়েছে। সেই অধিকার কেন্দ্রের আছে। সাধারণ মানুষ চাইছে তদন্ত হোক। হিসাব না দিলে টাকা তো যাবেই না, বরং টাকা আটকে যাবে।"

রাজ্যের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে দিলীপ ঘোষ বলেন, "এখন মাথায় তো ঘা-হয়ে গিয়েছে, উকুন কোথায়! চিৎকার চেঁচামেচি থেকে প্রমাণ হচ্ছে মাথায় রক্ত উঠে গেছে। আরও রক্তচাপ বাড়বে। মোদির সামনে গলা চড়িয়ে কিছু করতে পারবেন না।" বাংলার বকেয়া প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, "বাংলাকে টাকা দিয়ে কী হবে। টাকা দিয়ে তো দেখলাম, টাকা লুঠ হয়ে যাচ্ছে। ভুতের পেটে কে টাকা দেবে ! কেন্দ্রীয় সরকারের দায়িত্ব আছে, যে টাকা পাঠানো হল সেটা কোথায় গেল দেখার। তাতে এত অসন্তুষ্ট হওয়ার কী আছে?"

RAJIB CHAKRABORTY

Published by:Uddalak B
First published:

Tags: TMC