#জয়পুর: ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানে। বুধবার সকালে রাজস্থানের বুন্দিতে বরযাত্রী বোঝাই বাস দুর্ঘটনার কবলে পড়ে। আর তাতেই মৃত্যু হয়েছে অন্তত ২৪ জনের। বুধবার ভোরবেলা রাজস্থানের সাওয়াইমাধোপুর জেলার বুন্দির পাপড়ি গাঁও-এর কাছে মেজ নদীতে পড়ে যায় যাত্রী বোঝাই বাসটি।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বরযাত্রী নিয়ে যাচ্ছিল বাসটি। বাসে হবু বরের পরিবার এবং বন্ধু-বান্ধব মিলিয়ে মোট ২৮জন যাত্রী ছিলেন। তার মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৩ জনের। বাকীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় ১০ জনের। বাকীদের কোটা সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ ভেঙে নদীতে পড়ে যায় নাকি অন্য কোনও কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন শিশু-সহ মৃত্যু হয়েছে ১১ জন পুরুষ এবং ১০ মহিলার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rajasthan, Road Accident